দলীয় সিদ্ধান্ত অমান্য করলে কঠোর ব্যবস্থা : ওবায়দুল কাদের
logo
ঢাকা, মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দলীয় সিদ্ধান্ত অমান্য করলে কঠোর ব্যবস্থা : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক | দৈনিক বিবর্তন
ডিসেম্বর ২৬, ২০২০ ১০:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দলের স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন বোর্ড যে সিদ্ধান্ত গ্রহণ করবে তা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালে সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ইতোমধ্যে যারা দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহ করেছেন কোনো ভাবেই তাদের আর মনোনয়ন দেয়া হবে না। দলীয় সভাপতির নির্দেশনা প্রতিপালনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যে সকল নেতা বা জনপ্রতিনিধি দলের সিদ্ধান্ত বাস্তবায়নে বাধা বা উস্কানি দিবে, তাদেরকে বিশেষ নজরে রাখা হচ্ছে।

দেশের উত্তরাঞ্চলে শীতের তীব্রতার প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, শীত জেঁকে বসেছে। সবাই অসহায় ও দুস্থ মানুষের পাশে দাড়ান।

তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র নানান প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে শেখ হাসিনার চলমান নেতৃত্বের স্থায়ীত্ব দরকার। যা জনগনের সহযোগিতা ছাড়া সম্ভব নয়।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।