এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এ প্রতিপাদ্য নিয়ে তরুণ্যের উৎসব উপলক্ষে বরগুনার তালতলীতে বাঙালির চিরচেনা খেলা হাডুডু ও ফুটবল খেলার উদ্বোধন করা হয়েছে। এছাড়াও তরুণ্যের উৎসব উপলক্ষে ফুটবল,সাইবার সিকিউরিটি কর্মশালা,যুব সমাবেশ ও কর্মশালা,সরকারী কলেজে পিঠা মেলাসহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১৫ জানুয়ারী) বেলা ১২টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে হাডুড খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। এর আগে সকালে উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা তরুণ্যের উৎসব উপলক্ষে ফুটবল,সাইবার সিকিউরিটি কর্মশালা,যুব সমাবেশ ও কর্মশালা এবং সরকারী কলেজে পিঠা মেলার উদ্বোধন করেন। এ উৎসব উপভোগ করতে খেলা মাঠে ও মেলা প্রাঙ্গণে ভিড় জমান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তরুণরাই আগামী বাংলাদেশ গড়বে। তাই তারুণ্যের উৎসবের মাধ্যমে তাদের উদ্যোমকে আরো বাড়িয়ে নেয়ার জন্য এই প্রচেষ্টা।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি অফিসার আবু জাফর মো. ইলিয়াস,সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবীন্দ্র নাথ হাওলাদার,সরকারী কলেজের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র,তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ জালাল, যুব উন্নয়ন কর্মকর্তা মো.জালাল,প্রেসক্লাবের সভাপতি মো. খাইরুল ইসলাম আকাশসহ সরকারি কর্মকর্তা-কর্মচারী বৃন্দ,ছাত্র প্রতিনিধিসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রমুখ।