রোববার খুলনায় আত্মপ্রকাশ হচ্ছে নতুন দল NCP
logo
ঢাকা, বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রোববার খুলনায় আত্মপ্রকাশ হচ্ছে নতুন দল NCP

মোঃ ফারহাদ হোসেন, খুলনা
মার্চ ২১, ২০২৫ ২:০৮ অপরাহ্ণ
Link Copied!

ইনকিলাব জিন্দাবাদ ও সেকেন্ড রিপাবলিক শ্লোগান দিয়ে গত ২৮ ফেব্রুয়ারী জাতীয় সংসদ প্রঙ্গণে এ দল আত্মপ্রকাশ করে। এরই ধারাবাহিকতায় চব্বিশের গৌরবময় গণঅভ্যূথানের ইমেজ ধরে রাখতে নব গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এন সি পি)আগামী রোববার খুলনায় আত্মপ্রকাশ করছে।

খুলনা ক্লাবে ইফতার মাহফিলের মধ্যদিয়ে দলটি প্রকাশ্যে আসবে। এ অনুষ্ঠানে আটটি রাজনৈতিক দলসহ দুই হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

জুলাই-আগষ্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহনকারী কয়েকজন খুলনায় দলকে সংগঠিত করতে নেমেছে। ঈদের পরে খুলনা ও নগরের সাংগঠনিক রূপ নেবে। ইতিমধ্যেই জেলা ও নগর পর্যায়ে তাদের সদস্য সংগ্রহ অভিযান চলছে। তাদের সাথে কয়েকজন বুদ্ধিজীবী সম্পৃক্ত হয়েছেন।

দক্ষিণাঞ্চলের বড় জেলা যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা ও খুলনা জেলায় দলকে সংগঠিত করার দায়িত্ব পালন করছেন মেজবাহ কামাল মুন্না। তিনি কেন্দ্রের যুগ্ম মূখ্য সংগঠক।

বাগেরহাট জেলাকে সংগঠিত করছেন যুগ্ম মূখ্য সংগঠক মোল্লা রহমতউল্লাহ। বলা হয়েছে, দল আত্মপ্রকাশের দিন খুলনা থেকে ৫০টি বাস যোগে স্থানীয় কর্মীরা ঢাকার অনুষ্ঠানে যোগ দেন।

রোববারের ইফতার মাহফিলে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, খেলাফত মজলিস, হেফাজতে ইসলাম ও ইমাম পরিষদের নেতৃবৃন্দকে দাওয়াত দেয়া হয়েছে।

দলের কর্মী, সংগঠক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ এ অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন দু’হাজার ব্যক্তি। মাহাফিলে কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, যুগ্ম আহবায়ক তানজির মাহমুদ, যুগ্ম সদস্য সচিব ফরিদ উদ্দিন, দক্ষিণাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মূখ্য সংগঠক মেজবাহ কামাল মুন্না আমন্ত্রিত হয়েছেন।

খুলনা জেলা পর্যায়ের সংগঠক আহম্মদ হামিম রাহাত বলেছেন, রোববারই তারা প্রথম প্রকাশ্যে আসবেন। এ অনুষ্ঠানটি সফল করার চেষ্টা করছেন। তিনি ইফতার মাহফিল কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার ছবি সম্বলিত ঈদের শুভেচ্ছার প্যানা নগরীর শিববাড়ি মোড়ে শোভা পাচ্ছে।

নতুন মূখ নয়া দলের সাথে সম্পৃক্ত হয়ে যারা ইতিমধ্যে যারা সদস্য সংগ্রহ করছেন তারাই নেতৃত্বে আসবেন। রোববার খুলনার প্রকাশ্যের অনুষ্ঠানে আহম্মদ হামিম রাহাত, মিনহাজুল আবেদীন সম্পদ, খুবির আল শাহারিয়ার, রমজান শেখ, সাইফ নেওয়াজ, খুবির প্রাক্তন ছাত্র মুশফিক সামস্ মেনান, তরুণ সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম, মিরাজুল ইসলাম ইমন, মোঃ হাসিবুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক সাজিদুল ইসলাম বাপ্পী, মোঃ মিরাজ হোসেন দলীয় পরিচয়ে নিজেদেরকে উপস্থাপন করবেন।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।