পররাষ্ট্রমন্ত্রী ও সচিব করোনায় আক্রান্ত
logo
ঢাকা, বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পররাষ্ট্রমন্ত্রী ও সচিব করোনায় আক্রান্ত

স্টাফ করেসপন্ডেন্ট | দৈনিক বিবর্তন
নভেম্বর ২৫, ২০২০ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তাঁরা দুজনই নিজ নিজ বাসায় আইসোলেশনে আছেন।

বুধবার করোনাভাইরাসে নিজের আক্রান্ত হওয়ার কথা গণমাধ্যমকে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনা আক্রান্ত হওয়ার কারণে নাইজারে অনুষ্ঠেয় ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দেয়া সম্ভব হবে না। আজই আমার নাইজারের উদ্দেশে দেশ ছাড়ার কথা ছিল।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সিজনাল ফ্লু টাইপের উপসর্গ দেখা দিয়েছে। যে কারণে নাইজার সফরের আগে নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষায় রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। এখন বাসায় আইসোলেশনে আছি। তবে সুস্থ আছি।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনও করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন। তবু তাঁর শারীরিক অবস্থা ভালো রয়েছে।

প্রসঙ্গত, কয়েকদনি আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম করোনা আক্রান্ত হন। তিনি এখনও আইসোলেশনে রয়েছেন।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।