ঝিনাইদহে ৬৪০ গ্রাম স্বর্ণালংকারসহ আটক একজন
logo
ঢাকা, সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে ৬৪০ গ্রাম স্বর্ণালংকারসহ আটক একজন

আব্বাস আলী, ঝিনাইদহ
আগস্ট ২৬, ২০২১ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের সদর উপজেলার সাধুহাটি মোড় থেকে ৬৪০ গ্রাম স্বর্ণালংকারসহ একজনকে আটক করেছে ডিবি পুলিশ। আজ সকালে তাকে আটক করা হয়।

ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, চুয়াডাঙ্গা থেকে ঢাকায় স্বর্ণপাচার যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের সাধুহাটি এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। এসময় চুয়াডাঙ্গা থেকে ফরিদপুরগামী একটি বাসে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে সন্দেহ হলে ফয়সাল নামের এক যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে উদ্ধার করা ৬’শ ৪০ গ্রাম ওজনের স্বর্ণালংকার। আটককৃত ফয়সালের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার হাশিমপুর গ্রামে। চুয়াডাঙ্গা থেকে এই স্বর্ণালংকার ঢাকায় পাচার করা হচ্ছিল বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।