মা-বাবার কবরের পাশেই মুনিয়ার দাফন সম্পন্ন
logo
ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মা-বাবার কবরের পাশেই মুনিয়ার দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক | দৈনিক বিবর্তন
এপ্রিল ২৭, ২০২১ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

ঢাকার অভিজাত এলাকা গুলশানের একটি ফ্ল্যাট থেকে উদ্ধারকৃত কলেজছাত্রী (২১) মরদেহ কুমিল্লায় তার মা-বাবার কবরের পাশে দাফন করা হয়েছে।

মঙ্গলবার বাদ আসর তার জানাজার নামাজ শেষে কুমিল্লা শহরের টমছমব্রিজ কবরস্থানে তাকে চিরশায়িত করা হয়।

এর আগে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মোসারাত জাহান মুনিয়ার মরদেহের ময়নাতদন্ত করেন চিকিৎসকরা। এর পরে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

মঙ্গলবার বিকেলে শহরের উত্তর বাগিচাগাঁও নিজ এলাকায় পৌঁছায় মুনিয়ার মরদেহবাহী গাড়ি। এরপর স্বজনরা তাকে শেষ বিদায় জানান।

উল্লেখ্য, সোমবার (২৬ এপ্রিল) রাতে গুলশান ২-এর ১২০ নম্বর সড়কের ওই ফ্ল্যাট থেকে মুনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি রাজধানীর একটি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি ওই ফ্ল্যাটে একাই বসবাস করতেন।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।