আমতলীতে সড়ক দুর্ঘটনায় চার বছরের শিশু নিহত
logo
ঢাকা, বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আমতলীতে সড়ক দুর্ঘটনায় চার বছরের শিশু নিহত

মাহমুদুল হাসান, স্টাফ রিপোর্টার
জুন ২৭, ২০২১ ৪:০১ অপরাহ্ণ
Link Copied!

আমতলী উপজেলায় কুয়াকাটা-বরিশাল মহাসড়ক এর আমড়াগাছিয়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় চার বছরের শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (২৭ জুন) সকাল ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মৃত শিশুটি হলো- আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের পাতাকাটা গ্রামের হাবিব পল্লান এর ছেলে আব্দুল্লাহ।

প্রত্যক্ষদর্শী নুরজাহান ও স্থানীয়রা জানান,
নানা বাড়ি বেড়াতে এসে বাবার সাথে বাজার করে দোকান থেকেন ললিপপ কিনে বাড়ি যাচ্ছিলেন, এমনতো অবস্থায় আমড়াগাছিয়া বাজারের ব্রিজের গোড়ায় আসলে বাবার হাত ছেড়ে দৌড় দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ অবস্থায় শিশু আব্দুল্লাহ চলন্ত বাস এ আর এক্সপ্রেস সামনে চলে গেলে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায়।

২নং কুকুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কালিপুরা গ্রামের মৃত্যু তোতা মৃধা নাতী।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহআলম হাওলাদার জানান এখনো পর্যন্ত অভিযোগ পাওয়া যায়নি, তবে ঘাতক বাসটি আটক করা হয়েছে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।