শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে হাসপাতালে কণ্ঠশিল্পী কবির সুমন
logo
ঢাকা, সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে হাসপাতালে কণ্ঠশিল্পী কবির সুমন

বিনোদন ডেস্ক
জুন ২৮, ২০২১ ৩:৫০ অপরাহ্ণ
Link Copied!

বাংলা গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী কবির সুমন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। পশ্চিমবঙ্গের বাসিন্দা এই শিল্পীকে সোমবার ভোরে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, বার্ধক্যজনিত কারণে নানা শারীরিক সমস্যায় ভুগছেন কবির। তার বয়স হয়েছে ৭২ বছর।

সোমবার শ্বাসকষ্টের সঙ্গে জ্বর হওয়ায় কবীর সুমনকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। তাকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। তার অক্সিজেন মাত্রা কমে গেছে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, এরই মধ্যে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট এখনো আসেনি। এছাড়া কবির সুমনের অন্যান্য শারীরিক পরীক্ষাও করা হয়েছে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।