তালতলীতে নৌকার পক্ষে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ
logo
ঢাকা, মঙ্গলবার, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

তালতলীতে নৌকার পক্ষে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ

মাহমুদুল হাসান, তালতলী (বরগুনা) প্রতিনিধি
ডিসেম্বর ২৮, ২০২৩ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (বরগুনা সদর- আমতলী-তালতলী) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনীত নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু‌র জন্য জন্য ভোট চেয়ে গণসংযোগ করেছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান রেজবী-উল-কবিরের সহধর্মিণী সুমি জোমাদ্দার।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) উপজেলার নিশানবাড়িয়া ও সোনাকাটা ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি।

এসময় দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারী আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভর নৌকা প্রতীকে ভোট দেওয়ার প্রার্থনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, সোনাকাটা আওয়ামিলীগ নেতা কবির আকন, যুবলীগ নেতা মিরাজ জোমাদ্দার, খলিলুর রহমান, শহিদুল ইসলাম, শামীম আকন,জাহিদ, সোনাকাটা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আহম্মেদ রাফি, বরবগী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তানভীর সিকদার সহ স্থানীয় জনতা উপস্থিত ছিলেন।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।