অপরাধীকে বিশেষ নজরে নয়, অপরাধী হিসেবেই দেখুন
logo
ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

অপরাধীকে বিশেষ নজরে নয়, অপরাধী হিসেবেই দেখুন

স্টাফ করেসপন্ডেন্ট | দৈনিক বিবর্তন
নভেম্বর ২৬, ২০২০ ৪:৫৫ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অপরাধীর দলমত না দেখে তাকে অপরাধী হিসেবে বিবেচনা করুন। ধর্ষণ, নারী নির্যাতন, কিশোর গ্যাং, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। কাউকে ছাড় দেয়া চলবে না। অপরাধীর পরিচয়, তিনি অপরাধী, এটিই আমার কথা।

বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১১৬, ১১৭ ও ১১৮তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশটাকে উন্নত করতে হলে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার মতো উপযুক্ত কর্মী দরকার। আমরা সেরকম উপযুক্ত কর্মী গড়ে তুলতে চাই। আমরা চাই, মানুষ যেন তার সেবাটা পায়।

সবাই যেন ন্যায় বিচার পায় সেদিকে খেয়াল রাখার আহŸান জানিয়ে শেখ হাসিনা বলেন, সব মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করবেন। সবাইকে সমান চোখে দেখবেন। জনগনের জীবনমান উন্নত করতে সকলের পাশে দাড়াবেন।

প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীদের তিনি বলেন, আপনাদের যে মেধা, আপনাদের জ্ঞান, আপনাদের বুদ্ধি, মনন দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাবেন। এ জাতিকে আরও উন্নত জায়গায় নিয়ে যাবেন।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।