মালবাহী ট্রাকের ধাক্কায় রাবি শিক্ষার্থীর মৃত্যু;  ট্রাকে আগুন
logo
ঢাকা, বুধবার, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মালবাহী ট্রাকের ধাক্কায় রাবি শিক্ষার্থীর মৃত্যু;  ট্রাকে আগুন

রাবি প্রতিনিধি
ফেব্রুয়ারি ১, ২০২২ ১০:৩৪ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে মালবাহী ট্রাকের ধাক্কায় হিমেল নামে এক শিক্ষার্থী   মারা গেছে। মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয় ভবন সংলগ্ন রাস্তায় তার মৃত্যু হয়।

নিহত হিমেল বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের শিক্ষার্থী। হিমেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন চারুকলা  অনুষদে শিক্ষার্থী মনমোহন বাপ্পা।

বাপ্পা বলেন প্রায় রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের কাজের জন্য আসা  একটি গাড়ির ধাক্কায় আমাদের এক শিক্ষার্থীর  মৃত্যু হয়েছে। বিষয়টি প্রশাসনের অভিযান এখনো কেউ আসেনি।

এদিকে মৃত্যুর বিষয়টি জানাজানি হতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা সেখানে এসে জড়ো হয়। ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ৫টি ট্রাক ভাংচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে তারা উপাচার্য ভবনের সামনে কিছুক্ষণ অবস্থান করে এবং বিশ্ববিদ্যালয়ের মেইন গেইটে রাজশাহী-ঢাকা মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করে। এছাড়া মেইন গেইটে থাকা সিসি ক্যামেরাগুলোতেও ভাংচুর চালায় তারা।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।