বাংলাদেশের অভিনেত্রী পরিমনি বিগত কিছুদিন হল খবরের শিরোনামে অবস্থান করছেন। শুধু বাংলাদেশ নয়, ভারতেও ভীষণভাবে জনপ্রিয় এই অভিনেত্রীকে ঘিরে মানুষের কৌতুহলের কোন শেষ নেই। একটি পানীয়ের বিজ্ঞাপনের মাধ্যমে এপার বাংলার মানুষের কাছে জনপ্রিয় হয়েছেন অভিনেত্রী যার জেরে স্বাভাবিক ভাবেই তাকে নিয়ে এদেশের মানুষের আগ্রহ থাকবে তেমনটাই স্বাভাবিক। তবে ‘গুগল‘ বলছে মানুষের বেশি আগ্রহ অভিনেত্রীর ধর্ম নিয়ে। পরিমনি কোন ধর্মের? পরিমনি হিন্দু না মুসলিম ? এই প্রশ্নগুলি ক্রমাগত সার্চ হয়ে চলেছে গুগল সার্চ ইঞ্জিনে।
পরিমনি হিন্দু না মুসলিম?
পরিমনি হিন্দু না মুসলিম ? যারা এই প্রশ্ন সার্চ করে চলেছেন তাদের জন্য উত্তর, পরিমনি মুসলিম ধর্মাবলম্বি এবং তার আসল নাম শামসুন্নাহার স্মৃতি। অভিনয় জগতে পা রাখার সময় তিনি নিজের নাম বদলে ‘পরিমনি’ করেছেন। ১৯৯২ সালের ২৪শে অক্টোবর তার জন্ম হয় এবং কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ ছবির মধ্য দিয়ে। তারপর থেকে অবশ্য আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক ছবিতে কাজ করে যাওয়ার পাশাপাশি একাধিক ব্র্যান্ডের সাথে গাঁটছড়া বেধেও কাজ করেছেন অভিনেত্রী।
তবে সম্প্রতি একাধিক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়েছেন সকলের প্রিয় পরিমনি। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় লাইভ করে অভিনেত্রী দাবি করেছিলেন ঢাকার একটী অভিজাত ক্লাবে তাকে ধর্ষন এবং খুনের চেষ্টা করেছেন এক শিল্পপতি। পরিমনির এমন দাবির পরই বাংলাদেশের মানুষ এই বিষয়ে সক্রিয় হয়ে ওঠেন এবং এর জেরেই উক্ত শিল্পপতিকে গ্রেফতার করা হয়। তবে এখানেই শেষ নয়, কিছুদিন আগেই বাংলাদেশের র্যাব তল্লাশি চালিয়ে অভিনেত্রীর বাড়ি থেকে উদ্ধার করেছে প্রচুর ওয়াইন সহ এলএসডি এবং নেশার সামগ্রী।
র্যাব অভিনেত্রীকে আটক করে এবং পরে এই কেস সিআইডির হাতে হস্তান্তর হয়। এর ফলে নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন অভিনেত্রী। বাংলাদেশের গুলশানের এডিসি মহম্মদ গোলাম শাকলায়েনের সঙ্গেও পরিমনির ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। একসঙ্গে তারা ১৮ ঘণ্টা ছিলেন বলেও জানা গেছে। ফলে দুজনেই নতুন করে বিপদে পড়েছেন। শাকলায়েনের সঙ্গে অভিনেত্রীর সম্পর্ক শুধুই বন্ধুত্বের নাকি তাদের মধ্যে অন্য কোন রসায়ন আছে তা নিয়ে যেমন মানুষের আগ্রহ তেমনই অভিনেত্রীর ধর্ম নিয়ে সকলের কৌতুহল, তাই গুগুল সার্চে মানুষ জানতে চেয়েছে পরিমনি হিন্দু না মুসলিম?
বিখ্যাত লেখিকা তসলিমা নাসরিন ইতিমধ্যেই পরিমনির পাশে দাঁড়িয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট দিয়েছেন। বাংলাদেশের সুশীল সমাজকে উদ্দেশ্য করে লেখিকার পোস্টের পরতে পরতে ছড়িয়ে পড়েছে তীব্র সমালোচনা। এখন এই ঘটনা নতুন কোন দিকে মোড় নেবে সেদিকে চোখ থাকবে সকলের।