বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবির) ছাত্রীকে গণ ধর্ষণের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে প্রথমআলো বন্ধুসভা আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে প্রতিবাদ জানান তারা।
কর্মসূচিতে সংগঠনের সাধারণ সম্পাদক বলেন, ধর্ষণের মতো এমন নিন্দানীয় ঘটনার মূল কারণ হলো ধর্ষকদের নাম মাত্র গ্রেফতার করা হয়, সুষ্ঠু বিচার হয় না। যার ফলাফল স্বরুপ একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে।
তিনি আরো বলেন, বশেমুরবিপ্রবিতে আজকে অর্ধশত শিক্ষার্থী আহত। এমন ঘটনা আজকে প্রথম নয়, এর আগেও শিক্ষার্থীরা আক্রান্ত হয়েছে। শিক্ষার্থীরা কেন এত অসহায়, এত নীতিনির্ধারক মানুষ, পুলিশ থাকতে কিভাবে এমন নির্মম ঘটনা ঘটছে। সেটার জবাব চাই। কি আশ্রয় পেলে এলাকাবাসী শিক্ষার্থীদের সাথে এমন ঘটনা ঘটাতে পারে সেটি জানতে চাই। এসবের সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি চাই।
সংগঠনের সাবেক সভাপতি তাসনিম বলেন, আমার বিশ্ববিদ্যালয় আমার সব থেকে নিরাপদ জায়গা হওয়ার কথা ছিল, যেখানে যেকোন পরিস্থিতি বের হওয়ার অধিকার আমার রয়েছে। কিন্তু সেখানেই আজ আমি অনিরাপদ। ধর্ষনের মতো ন্যাক্কার জনক ঘটনা ঘটছে, তবুও নেই কোন পদক্ষেপ। আমরা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চাচ্ছি। তাদের শাস্তি না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান চলবে।
পপুলেশন সায়েন্স বিভাগের শিক্ষার্থী আশফাক আদির সঞ্চালনায় আরো বক্তব্যে দেন সংগঠনের সভাপতি সুরুজ, সদস্য মৌ প্রমুখ। এছাড়া বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।