আপন জুয়েলার্সের মালিকের বিরুদ্ধে অর্থপাচার মামলায় চার্জশিট
logo
ঢাকা, রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আপন জুয়েলার্সের মালিকের বিরুদ্ধে অর্থপাচার মামলায় চার্জশিট

নিউজ ডেস্ক | দৈনিক বিবর্তন
মার্চ ৩, ২০২১ ৯:০২ পূর্বাহ্ণ
Link Copied!

শুল্ক ও কর ফাঁকি দিয়ে চোরাই পথে স্বর্ণ এনে তা মজুদ করার অভিযোগে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমের বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়েছে। রাজধানীর রমনা থানায় দায়ের হওয়া মানি লন্ডারিং আইনের মামলায় চার্জশিট দেন সহকারি রাজস্ব কর্মকর্তা দেলোয়ার হোসেন।

মঙ্গলবার (২ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই চার্জশিট বা অভিযোগপত্র জমা দেয়া হয়।

অভিযোগপত্রে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমের বিরুদ্ধে ২৭ কোটি ৫২ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ আনা হয়েছে। অভিযোগে আরও বলা হয়েছে, কর ফাাঁকির টাকা বিদেশে পাচার করেছেন দিলদার আহমেদ।

নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, বিভিন্ন সময় সাড়ে ১৩ মণ সোনা ও পৌনে ৮ হাজার পিস ডায়মন্ড কিনতে গিয়ে আপন জুয়েলার্স ১৯০ কোটি ৭৮ লাখ টাকা বিদেশে পাচার করেছে। এতে ওই পরিমাণ অর্থ কর ফাঁকি দিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রসঙ্গত, ২০১৭ সালের জুনে বনানীর রেইনট্রি হোটেলে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনায় নাম জড়িয়ে যায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিম। ধর্ষণের ওই ঘটনায় মূল অভিযুক্ত সাফাত আহমেদ আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের একমাত্র ছেলে। চাঞ্চল্যকর ধর্ষণের ঘটনায় মামলার তদন্তের এক পর্যায়ে আপন জুয়েলার্সের মালিকের অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি ধরা পড়ে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।