Terms & Conditions
logo
ঢাকা, বুধবার, ২রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

Terms & Conditions

নীতিমালা

বিধিনিষেধ ও শর্তাবলি

Daily Bibartan ( দৈনিক বিবর্তন ) ওয়েবসাইট, অ্যাপ্লিকেশন, কনটেন্ট ও পরিষেবা গ্রহণের জন্য আমরা পাঠক ও দর্শকদের নিয়মাবলি মেনে চলার অনুরোধ করছি। আপনি চাইলে একাধিক চ্যানেল ব্যবহার করে বিভিন্ন উপায়ে আমাদের ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। world-wide-web [www.dailybibartan.com] ছাড়াও ডিজিটাল ও সামাজিক প্ল্যাটফর্ম, এসএমএস, আরএসএস ফিডসসহ একাধিক ডিভাইস ব্যবহার করে ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন; যা শুধু কম্পিউটার, মোবাইল ফোন ও পিডিএর মধ্যেই সীমাবদ্ধ নয়। পাঠক বা দর্শকদের আমাদের লিখিত কনটেন্ট, ছবিসহ সব পরিষেবা গ্রহণের জন্য Daily Bibartan ( দৈনিক বিবর্তন ) ব্যবহারের গোপনীয়তার নীতিসহ আমাদের ‘শর্তাবলি’ মেনে চলতে হবে। Daily Bibartan ( দৈনিক বিবর্তন ) ব্যবহারের ‘শর্তাবলি’ বা গোপনীয়তার নীতির কোনো বিষয়ে কারও আপত্তি থাকলে দৈনিক বিবর্তনের কাছে ই-মেইল [info@dailybibartan.com] পাঠিয়ে বিষয়টি উত্থাপন করতে পারেন। তবে দৈনিক বিবর্তন যেকোনো আপত্তি গ্রহণ বা অস্বীকারের পূর্ণ অধিকার সংরক্ষণ করে। দৈনিক বিবর্তন এর সব ব্যবহারকারীকে এই ‘শর্ত ও ব্যবহারবিধি’ মেনে চলতে হবে। কেউ এই শর্তাবলি মেনে চলতে ব্যর্থ হলে তাঁর অ্যাকাউন্ট স্থগিত বা ওয়েবসাইটে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। দৈনিক বিবর্তন এর ওয়েবসাইটে প্রবেশ এবং দৈনিক বিবর্তন এর অ্যাপ্লিকেশন ব্যবহার করে দর্শক/ পাঠকেরা দৈনিক বিবর্তন থেকে সেবা পেয়েছেন বলে মনে করছি। এই পরিষেবাগুলোর মধ্যে লিখিত, অডিও, ভিডিও, ছবি, সফটওয়্যার ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে।

ক. মেধাস্বত্ব অধিকার

পত্রিকার নাম, কনটেন্ট, লোগো, কপিরাইট, ট্রেডমার্কস, পেটেন্টস, চিত্র, পাঠ্য, গ্রাফিকস, ডোমেইনের নাম, অডিও, ভিডিওসহ অন্য সবকিছু দৈনিক বিবর্তন এর লাইসেন্সের অন্তর্ভুক্ত। বাণিজ্যিক বা যেকোনো ব্যবহারের জন্য কোনো ব্যবহারকারী আমাদের লাইসেন্সকৃত এই সম্পত্তিতে কোনো দাবি করতে পারবেন না। Daily Bibartan ( দৈনিক বিবর্তন ) থেকে কোনো কিছু কপি করতে নিরুৎসাহিত করা হচ্ছে। একই সঙ্গে আমাদের যেকোনো কনটেন্ট ব্যবহার করে অন্য কিছু তৈরি থেকেও নিরুৎসাহিত করা হচ্ছে। কপিরাইট লঙ্ঘন বা Daily Bibartan ( দৈনিক বিবর্তন ) এর মেধাস্বত্বের আওতাধীন যেকোনো সম্পদের ব্যবহার কোথাও হতে দেখলে যেকোনো ব্যবহারকারী চাইলে (info@dailybibartan.com) ঠিকানায় জানাতে পারবেন।

খ. আমাদের পরিষেবাগুলোর ব্যবহার

সাইটের দর্শনার্থী / পাঠকদের কেবল বৈধ কাজে এবং কেবল পাঠের উদ্দেশ্যে Daily Bibartan ( দৈনিক বিবর্তন ) এর পরিষেবাগুলো ব্যবহার করা উচিত। ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনে থাকা অডিও ও ভিজ্যুয়াল উপাদানগুলো কেবল শোনা ও দেখার জন্যই ব্যবহার করা যাবে। Daily Bibartan ( দৈনিক বিবর্তন ) এর প্রকাশিত কনটেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠকদের নিজ প্রোফাইল, গ্রুপ, পেজ বা সংশ্লিষ্ট বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করতে আমরা উৎসাহিত করছি। তবে আমাদের পরিষেবার আওতায় থাকা বিভিন্ন কনটেন্ট অবশ্যই কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে বা অন্য কোনো ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে হুবহু বা পরিবর্তন করে শেয়ার করা যাবে না। দর্শনার্থী / পাঠকেরা ওয়েবসাইট হ্যাক করতে বা আমাদের কনটেন্ট সুরক্ষা ব্যবস্থা পেতে চেষ্টা করলে তা অবৈধ হবে। ব্যক্তি বা বাণিজ্যিক প্রতিষ্ঠান-নির্বিশেষে ব্যবহারকারীদের কেবল পরিষেবাগুলো অবাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করতে হবে। আমরা আমাদের ব্যবহারকারীদের কেবল আমাদের নিম্নোক্ত পরিষেবা ও মেধাস্বত্বের আওতাধীন বিষয়গুলো ব্যবহারের জন্য অনুমতি দিই: যেকোনো কনটেন্ট ব্যবহারকারীর ব্যক্তিগত বা অবাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে; ব্যবহারকারীরা অবশ্যই যেকোনো বাণিজ্যিক উদ্দেশ্যে আমাদের কনটেন্ট ব্যবহার বা বিক্রি বা অন্য কোনো ব্যবহার করতে পারবেন না (অবশ্য এটি কোনো ব্যক্তির দ্বারা সৃষ্ট কনটেন্ট, যার মেধাস্বত্ব ওই ব্যক্তিরই, তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না); Daily Bibartan ( দৈনিক বিবর্তন )য় প্রকাশিত কনটেন্টকে লক্ষ্য করে ব্যবহারকারী ও পাঠকদের কোনো আগ্রাসী, উসকানিমূলক বা আপত্তিকর ভাষা, ছবি বা মন্তব্য ব্যবহার করা উচিত নয়।

গ. কনটেন্ট অপসারণ

Daily Bibartan ( দৈনিক বিবর্তন )র ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন থেকে যেকোনো সময় তার যেকোনো কনটেন্ট সরিয়ে ফেলার অধিকার রয়েছে। দর্শক/ পাঠকেরা Daily Bibartan ( দৈনিক বিবর্তন )র অনুরোধে তাঁদের নিজ নিজ ডিভাইস থেকে সংশ্লিষ্ট কনটেন্ট, গেমস বা অ্যাপ্লিকেশনগুলো সরিয়ে দিতে অস্বীকার করতে পারবেন না। এটা তখনই ঘটবে, যখন Daily Bibartan ( দৈনিক বিবর্তন ) বা তার কোনো সেবা বন্ধ করা হবে।

ঘ. অননুমোদিত ও নিষিদ্ধ কার্যক্রম

Daily Bibartan ( দৈনিক বিবর্তন )কে বিশেষত কোনো রাজনৈতিক দল, বর্ণবাদ ও লৈঙ্গিক বৈষম্যের সঙ্গে যুক্ত কোনো বিষয়ের সঙ্গে যুক্ত করতে পারবেন না কোনো ব্যবহারকারী, যাতে Daily Bibartan ( দৈনিক বিবর্তন )র সুনাম ক্ষুণ্ন হয়। Daily Bibartan ( দৈনিক বিবর্তন ) বা অন্য কোনো ব্যক্তি বা সত্তাকে অপমান করা বা সম্মানহানি করা অথবা আদালতের কার্যক্রম নিয়ে মন্তব্য করা (যা আদালত অবমাননার পর্যায়ে পড়ে) থেকে বিরত থাকতে হবে ব্যবহারকারীদের। কোনো ব্যবহারকারীকে হয়রানি, হুমকি দেওয়া বা বিপর্যস্ত করা কঠোরভাবে নিষিদ্ধ। ব্যবহারকারী অবশ্যই আপত্তিজনক বা অস্পষ্ট বা অনৈতিক—এমন কোনো ছবি বা মন্তব্য আপলোড করবেন না। লিখিত মন্তব্য বা ছবির মাধ্যমে কাউকে ব্যক্তিগত আক্রমণও নিষিদ্ধ।

ঙ. ব্যবহারকারীদের ডিভাইসের সুরক্ষা

দর্শক/ পাঠকদের ডিভাইসের সুরক্ষার জন্য তাদের নিজস্ব সতর্কতা ও সুরক্ষাব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। কারণ কোনো ভাইরাস, ম্যালওয়্যার বা অন্য কোনো ধরনের ক্ষতিকর কিছু দ্বারা আপনার ডিভাইস বা যন্ত্র আক্রান্ত হলে বা ক্ষতির শিকার হলে তার কোনো দায় Daily Bibartan ( দৈনিক বিবর্তন ) গ্রহণ করে না বলে স্পষ্ট জানিয়ে দিচ্ছে। তৃতীয় পক্ষের কোনো কনটেন্টে প্রবেশের কারণে বা তৃতীয় পক্ষ থেকে আসা কোনো ভাইরাস বা ক্ষতিকর উপাদান দ্বারা ব্যবহারকারীর ডিভাইস বা যন্ত্র আক্রান্ত বা ক্ষতির শিকার হলে, তার কোনো দায় Daily Bibartan ( দৈনিক বিবর্তন ) কোনোভাবেই নেয় না। তৃতীয় পক্ষের কনটেন্টের মধ্যে গুগল থেকে আসা বিজ্ঞাপনের কথা উল্লেখ করা যায়। তবে এটি শুধু এর মধ্যে সীমাবদ্ধ নয়। Daily Bibartan ( দৈনিক বিবর্তন )র তৈরি করা নয় এমন যেকোনো কনটেন্টই তৃতীয় পক্ষের কনটেন্ট হিসেবে বিবেচিত। এ ক্ষেত্রে এগুলো Daily Bibartan ( দৈনিক বিবর্তন )র ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনে প্রকাশিত হচ্ছে কি না, তা বিবেচ্য নয়।

চ. প্রতীক, কনটেন্ট, ছবি ইত্যাদি শেয়ার করা নিষিদ্ধ

উদ্দেশ্য বাণিজ্যিক হোক বা না হোক, Daily Bibartan ( দৈনিক বিবর্তন )য় ব্যবহৃত কোনো প্রতীক, ছবি বা কনটেন্ট ব্যবহার করা যাবে না। কোনো ছবি, প্রতীক বা কনটেন্ট ব্যবহারের অনুমতি পেলে তা এমনভাবে ব্যবহার করতে হবে, অর্থাৎ Daily Bibartan ( দৈনিক বিবর্তন )র নাম ও ক্রেডিট এমনভাবে শেয়ার করতে হবে, যাতে Daily Bibartan ( দৈনিক বিবর্তন )র স্বত্ব সুস্পষ্টভাবে দৃশ্যমান হয়। Daily Bibartan ( দৈনিক বিবর্তন )য় ব্যবহৃত ছবি বা যেকোনো কনটেন্ট শেয়ার বা প্রকাশের সময় এর স্বত্ব নিজের বলে দাবি করাটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

ছ. অন্য ওয়েবসাইটে পুনর্নির্দেশ

Daily Bibartan ( দৈনিক বিবর্তন )র ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন ব্যবহারের সময় অন্য কোনো ওয়েবসাইটে যদি কোনো ব্যবহারকারীকে রিডিরেক্ট বা পুনর্নির্দেশ করা হয়, তবে তার কোনো দায়ভার Daily Bibartan ( দৈনিক বিবর্তন ) নেবে না।

জ. তৃতীয় পক্ষের কনটেন্ট

তৃতীয় পক্ষের কোনো কনটেন্টের দায় Daily Bibartan ( দৈনিক বিবর্তন ) নেবে না। তৃতীয় পক্ষের কনটেন্ট হলো এমন কনটেন্ট, যা Daily Bibartan ( দৈনিক বিবর্তন )র তৈরি করা নয়। এর মধ্যে রয়েছে ছবি, টেক্সট, অডিও, ভিডিওসহ নানা ধরনের কনটেন্ট, যা Daily Bibartan ( দৈনিক বিবর্তন )র ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনে প্রদর্শিত বা আপলোড করা আছে, কিন্তু যা Daily Bibartan ( দৈনিক বিবর্তন )র নয়, অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা সত্তার তৈরি।

ঝ. গোপনীয়তার নীতি

Daily Bibartan ( দৈনিক বিবর্তন )র গোপনীয়তার নীতির পুরোটাই এর ব্যবহারের শর্তাবলি বা নীতিমালার (Terms of Use) একটি অবিচ্ছেদ্য অংশ। গোপনীয়তার নীতির সব ধারা এখানে সংযুক্ত করা হয়েছে, অনুরূপ বা একই অর্থ বহন করে এমন ধারাগুলো বাদে।

ঞ. বিজ্ঞাপন

Daily Bibartan ( দৈনিক বিবর্তন )র ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ্লিকেশনে প্রদর্শিত বিজ্ঞাপনগুলো মূলত তৃতীয় পক্ষের। এসব প্রতিষ্ঠান যদি ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করে এবং সংগৃহীত তথ্য অন্য কারও সঙ্গে শেয়ার করে, তবে তার জন্য Daily Bibartan ( দৈনিক বিবর্তন ) দায়ী নয়। Daily Bibartan ( দৈনিক বিবর্তন )য় প্রকাশিত কোনো বিজ্ঞাপনে থাকা কোনো কনটেন্টের কোনো দায়ও Daily Bibartan ( দৈনিক বিবর্তন ) নেবে না।

ট. নীতিমালায় পরিবর্তন

Daily Bibartan ( দৈনিক বিবর্তন ) তার নীতিমালায় থাকা যেকোনো শর্ত যেকোনো সময় বাতিল, পরিবর্তন বা সংস্কার বা সংশোধন বা এতে সংযোজন ও বিয়োজনের সব অধিকার রাখে। তবে সে ক্ষেত্রে পরিবর্তিত নীতিটি দ্রুততম সময়ে আপলোড বা আপডেট করে দেওয়া হবে। এমন কোনো পরিবর্তন বা সংশোধনের পর কোনো পাঠক/ দর্শক বা ব্যবহারকারী Daily Bibartan ( দৈনিক বিবর্তন )র ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন ব্যবহার করলে তিনি আমাদের পরিবর্তিত নীতিমালায় সম্মত হয়েছেন এবং তা মেনে চলবেন বলে ধরে নেওয়া হবে। তাই কিছুদিন পরপরই আমাদের নীতিমালা দেখে নেওয়ার জন্য পাঠকদের উৎসাহিত করি, যাতে পাঠক বুঝতে পারেন আমরা তাঁর কাছ থেকে কী তথ্য সংগ্রহ করি, কীভাবে এগুলো ব্যবহার করি এবং কার সঙ্গে ভাগাভাগি করি।

ঠ. কুকিজের ব্যবহার

Daily Bibartan ( দৈনিক বিবর্তন ) কুকিজের ওপর ভিত্তি করে কোনো ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে না, জমাও রাখে না। আবার Daily Bibartan ( দৈনিক বিবর্তন ) ওয়েবসাইটের সঙ্গে যুক্ত কোনো তৃতীয় পক্ষ কুকিজের মাধ্যমে তথ্য সংগ্রহ করলে তা নিয়ন্ত্রণও করে না। সুতরাং, তৃতীয় পক্ষের ওয়েবসাইটে প্রবেশের আগে ভালোভাবে দেখে নিন।

ড. Daily Bibartan ( দৈনিক বিবর্তন ) এর পক্ষ থেকে যোগাযোগ

Daily Bibartan ( দৈনিক বিবর্তন ) আয়োজিত কোনো ইভেন্ট, প্রচার কার্যক্রম, প্রতিযোগিতা, প্রতিক্রিয়া বা জরিপে আমন্ত্রণ জানাতে মাঝেমধ্যে ই-মেইল বা ফোন নম্বরে এসএমএস পাঠিয়ে আমরা পাঠকের সঙ্গে যোগাযোগ করতে পারি।

ঢ. ব্যবহারকারীদের তৈরি কনটেন্ট

Daily Bibartan ( দৈনিক বিবর্তন ) ব্যবহারকারীরা মন্তব্য ও ছবিসহ বিভিন্ন কনটেন্ট পোস্ট করতে পারবেন। এ ক্ষেত্রে ছবিসহ যেকোনো কনটেন্ট আপলোডের সময় ব্যবহারকারীকেই নিশ্চিত করতে হবে যে সংশ্লিষ্ট কনটেন্টটির মালিকানা তাঁর নিজের বা অন্যের হলে মালিকের কাছ থেকে এটি প্রকাশের অনুমতি নেওয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট কনটেন্টটি অশ্লীল, হয়রানিমূলক, প্রতারণামূলক, আপত্তিকর, মানহানিকর, জালিয়াতিমূলক, অবৈধ বা অন্যের গোপনীয়তা লঙ্ঘন করে—এমন তথ্য দেওয়াকে Daily Bibartan ( দৈনিক বিবর্তন ) সমর্থন করে না। Daily Bibartan ( দৈনিক বিবর্তন ) তার ব্যবহারকারীদের সৃষ্ট কোনো কনটেন্টের দায় যেমন নেয় না, তেমনি এর বস্তুনিষ্ঠতা, যথার্থতা ও বিশ্বাসযোগ্যতা সম্পর্কেও কোনো নিশ্চয়তা দেয় না।

Daily Bibartan ( দৈনিক বিবর্তন ) ওয়েবসাইট ব্যবহারের সময় এর পাঠক/ দর্শক বা ব্যবহারকারীরা নিম্নোক্ত বিষয়গুলোতে আগেই সম্মত হয়েছেন বলে ধরে নেওয়া হয়—

১। ইচ্ছাকৃতভাবে অন্য পাঠকদের বিচলিত বা ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে কিছু পোস্ট করা যাবে না। ২। কোনো সীমাবদ্ধতা, ধর্ম, লিঙ্গ, বর্ণ, জাতি, নৃতাত্ত্বিক পরিচয়, নাগরিকত্ব, বয়স, বৈবাহিক অবস্থা, সামরিক অবস্থান বা অক্ষমতার ভিত্তিতে যেকোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অসম্মান, অপমান, হয়রানি, খাটো করে বা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়, এমন পোস্ট করা যাবে না বা এই উদ্দেশ্যে Daily Bibartan ( দৈনিক বিবর্তন )র কোনো কনটেন্ট ব্যবহার করা যাবে না। ৩। Daily Bibartan ( দৈনিক বিবর্তন )র ওয়েবসাইট বা কোনো কম্পিউটার সফটওয়্যার, হার্ডওয়্যার বা টেলিযোগাযোগ সরঞ্জামের কার্যকারিতা বাধাগ্রস্ত, ধ্বংস বা সীমাবদ্ধ করতে পারে এমন সফটওয়্যার ভাইরাস, কম্পিউটার কোড, ফাইল বা প্রোগ্রাম পোস্ট করা যাবে না। ৪। অপরাধমূলক কাজ বা সামাজিক দায়বদ্ধতা নষ্ট হওয়ার পরিস্থিতি সৃষ্টি বা উসকে দিতে পারে, এমন কোনো মন্তব্য বা ছবি আপলোড বা আদান-প্রদান করা যাবে না।

Daily Bibartan ( দৈনিক বিবর্তন ) চাইলে যেকোনো সময় ওয়েবসাইট থেকে যে কারও যেকোনো ধরনের কনটেন্ট বিনা নোটিশে সরিয়ে বা মুছে ফেলার অধিকার সংরক্ষণ করে। Daily Bibartan ( দৈনিক বিবর্তন ) সাধারণত ওয়েবসাইটের বিষয়বস্তু ফিল্টার করে এবং এ প্রক্রিয়ায় কোনো আপত্তিকর, অপ্রীতিকর বা বিরক্তিকর মন্তব্য বা ছবি প্রকাশিত হলে এর দায় Daily Bibartan ( দৈনিক বিবর্তন ) স্বীকার করবে না। আপত্তিকর, অনুচিত ও অযাচিত কোনো aআচরণ রোধ করতে Daily Bibartan ( দৈনিক বিবর্তন ) সংশ্লিষ্টদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করতে পারে।

ণ. দেশের বাইরে থেকে ওয়েবসাইটে প্রবেশ

দেশের বাইরে থেকে ওয়েবসাইটে প্রবেশ করতে ব্যবহারকারীরা যেসব তথ্য প্রদান করবেন, সেগুলো প্রদত্ত শর্তাবলি বা নীতিমালা ও গোপনীয়তার নীতি অনুসারে প্রক্রিয়া করা হবে।

ত. কৈফিয়ত

ব্যবহারকারীদের সবচেয়ে ভালো সেবা প্রদান করাই Daily Bibartan ( দৈনিক বিবর্তন )র লক্ষ্য। তবে এ ক্ষেত্রে সকল ছবি/ ভিডিওর মতো মাল্টিমিডিয়ার সব সামগ্রীর পরিষেবা প্রদত্ত সমস্ত তথ্য সর্বদা নির্ভুল থাকবে—এই প্রতিশ্রুতি Daily Bibartan ( দৈনিক বিবর্তন ) দিচ্ছে না/ দিতে পারবে না। Daily Bibartan ( দৈনিক বিবর্তন )র কনটেন্টগুলো শুধু তথ্যের উদ্দেশ্যেই করা এবং এটি কোনো পরামর্শ দেওয়ার দায়িত্ব নেয় না। Daily Bibartan ( দৈনিক বিবর্তন )র সকল সেবা কোনো গ্যারান্টি/ ওয়ারেন্টি ছাড়াই প্রদান করা হবে।

থ. পোস্ট করা ও কনটেন্ট দেখা

Daily Bibartan ( দৈনিক বিবর্তন )র সকল পাঠক এ বিষয়ে সম্মতি দেন যে যখন তাঁরা Daily Bibartan ( দৈনিক বিবর্তন )য় কোনো কনটেন্ট পোস্ট করবেন অথবা অন্যের পোস্ট করা কোনো কনটেন্ট দেখবেন, তার সঠিকতা ও সত্যাসত্য যাচাইয়ের মানদণ্ড ও ঝুঁকি পাঠকের নিজেরই। কিছু কিছু ক্ষেত্রে Daily Bibartan ( দৈনিক বিবর্তন ) তৃতীয় পক্ষ থেকেও তথ্য সরবরাহ করে। Daily Bibartan ( দৈনিক বিবর্তন ) তৃতীয় পক্ষের কনটেন্টের ওপর নিয়ন্ত্রণ রাখে না এবং এ বিষয়ে কোনো নিশ্চয়তাও দেয় না। Daily Bibartan ( দৈনিক বিবর্তন )র নিজস্ব অথবা তৃতীয় পক্ষের কোনো কনটেন্টের তথ্যের ওপর নির্ভর করার আগে Daily Bibartan ( দৈনিক বিবর্তন ) এই মর্মে পরামর্শ দিচ্ছে যে, অবশ্যই সেই তথ্যের সত্যতা ও গ্রহণযোগ্যতা যাচাই করে নেবেন।

দ. ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনে প্রবেশে বাধা, ক্রস কানেকশন বা খুঁজে না পাওয়া

Daily Bibartan ( দৈনিক বিবর্তন ) সার্বক্ষণিক সেবা চালু রাখার সর্বাত্মক চেষ্টায় বদ্ধপরিকর। তবে Daily Bibartan ( দৈনিক বিবর্তন )র আওতা বা নিয়ন্ত্রণের বাইরে থাকা কোনো কারণে (ইন্টারনেটের যান্ত্রিক ত্রুটি) ব্যবহারকারীরা যদি ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন ব্যবহারে কোনো সমস্যার সম্মুখীন হন অথবা সাময়িক বাধাগ্রস্ত হন, তার জন্য Daily Bibartan ( দৈনিক বিবর্তন ) দায়ী থাকবে না। অথবা তৃতীয় পক্ষের কোনো কনটেন্ট ডাউনলোড বা এমন কিছুতে অংশ নেওয়া থেকে উদ্ভূত যেকোনো সমস্যার জন্যও Daily Bibartan ( দৈনিক বিবর্তন ) কোনো দায় নেবে না। Daily Bibartan ( দৈনিক বিবর্তন )র সেবা গ্রহণ করতে গিয়ে অথবা ওয়েবসাইটে কোনো কনটেন্ট পোস্ট করতে গিয়ে কোনো ক্ষতির সম্মুখীন হলে তার দায়ও Daily Bibartan ( দৈনিক বিবর্তন )র নয়।

ধ. অনুসৃত বিধি

Daily Bibartan ( দৈনিক বিবর্তন )র নীতিমালা ও ব্যবহারকারীদের সঙ্গে এর সম্পর্কের ধরন নিরূপণে উল্লিখিত বিধিগুলো বাংলাদেশের আইন অনুসারে তৈরি করা হয়েছে। এ নিয়ে যেকোনো বিতর্ক বা বিরোধ, এর তথ্য বা তারিখের ব্যবহার, ধরন, প্রকাশ, ফাঁস বা প্রচার সম্পর্কিত যেকোনো বিরোধ কেবল বিরোধ নিষ্পত্তি আইন, ২০০১-এ বর্ণিত আইন অনুসারে হবে। বিরোধ নিষ্পত্তির স্থান হবে বাংলাদেশে ঢাকা এবং এ সম্পর্কিত বিচারসভা তিন সদস্যের হতে হবে। এ বিষয়ে বাংলাদেশের আদালতে স্বতন্ত্র বিচারের ক্ষমতা থাকবে। অবস্থান, জাতীয়তা, বাসস্থান, ব্যবসার স্থান বা কর্মস্থল-নির্বিশেষে Daily Bibartan ( দৈনিক বিবর্তন )র ওয়েবসাইট ব্যবহারকারী বা এর যেকোনো সেবা বা এর অ্যাপ্লিকেশন ব্যবহার করা প্রত্যেকেই এই নীতিমালার আওতাভুক্ত বলে বিবেচিত হবেন।

ন. সংযোগ-বিচ্ছিন্নের পদ্ধতি

যদি কোনো সময়ে ব্যবহারকারীরা আমাদের কাছ থেকে বিপণনের তথ্যসংবলিত ই-মেইল গ্রহণের ক্ষেত্রে আগ্রহী না হন, তবে ব্যবহারকারীরা প্রতিটি ই-মেইলের নিচে প্রদত্ত সদস্য বাতিলের প্রক্রিয়া অনুসরণ করতে পারেন। যদি ব্যবহারকারীরা নিবন্ধিত অ্যাকাউন্ট আর না রাখতে চান, তবে তাঁরা নিম্নলিখিত ঠিকানায় ই-মেইল প্রেরণ করে অ্যাকাউন্টটি বন্ধ করতে পারেন। [info@dailybibartan.com]