ঝিনাইদহের কোটচাঁদপুরে বয়স্ক ভাতার টাকা আনতে গিয়ে সড়ক দূর্ঘটনায় নারী সহ ৫ বৃদ্ধ গুরতর আহত হয়েছেন। আজ (রবিবার ২২শে মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সাফদারপুর-কোটচাঁদপুর সড়কের বলুহর মাঠ এলাকায় দূর্ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
আহতরা হলেন, উপজেলার শ্রীরামপুর গ্রামের রমজান আলী (৭০),একই গ্রামের আমের আলী (৭৫), দয়রামপুর গ্রামের ছাবদার আলী (৭৪), একই গ্রামের রইসন বেগম (৬৫), এবং ওই গ্রামের ভ্যান চালক ছাবদার আলী (৭২)।
স্থানীয় প্রত্যক্ষ সূত্রেমতে জানাযায়, আজ রবিবার সকালে বয়স্ক ভাতা নিতে একটি ভ্যানে চড়ে কোটচাঁদপুর শহরের সোনালী ব্যাংকে যায় এই ৫ জন বৃদ্ধ। ভাতার টাকা নিয়ে বাড়ী ফেরার পথে সড়ক সংস্কারের কাজে ব্যবহৃত একটি ভটভটি গাড়ি তাদের সজোরে ধাক্কা দেয়। এসময় ভ্যানটি রাস্তার পাশেই উল্টে পড়ে যায়। পথচারীরা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।