খুলনার রহিমা শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে
logo
ঢাকা, শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনার রহিমা শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৮, ২০২২ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

খুলনা শপিং কমপ্লেক্সের পা‌শে র‌হিমা কম‌প্লে‌ক্সের চতুর্থ তলার এক‌টি দোকা‌নে অগ্নিকা‌ণ্ডের ঘটনা ঘ‌টেছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সা‌র্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ব্যবসায়ীরা জানায়, খুলনা শ‌পিং কম‌প্লে‌ক্সের পা‌শে র‌হিমা কম‌প্লে‌ক্সের চতুর্থ তলায় এক‌টি অনলাইন ভি‌ত্তিক পণ্য বেচা‌কেনার দোকান র‌য়ে‌ছে। আজ দুপুর আড়াইটার দি‌কে ওই দোকান থে‌কে ধোঁয়া বের হ‌তে দে‌খে পাশের দোকা‌নের এক কর্মচারী চিৎকার করে। ওই মা‌র্কেটের ক‌য়েকজন সদস্য মি‌লে আগুন নেভা‌নোর চেষ্টা ক‌রে ব্যর্থ হয়। তারা ওই দোকান ঘ‌রের তালাও ভে‌ঙে ফে‌লে। তা‌দের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ফায়ার সা‌র্ভিস‌কে খবর দিলে তারা এ‌সে আগুন নেভা‌নোর কাজ শুরু ক‌রে।

র‌হিমা কমপ্লেক্সের ব্যবসায়ী মো. গোলাম ম‌হিউ‌দ্দিন ব‌লেন, ধোঁয়ায় চারপাশ অন্ধকার হ‌য়ে যায়। যে যার ম‌তো পে‌রে‌ছে আগুন নেভা‌নোর চেষ্টা ক‌রে‌ছেন। ফায়ার সা‌র্ভিসের সদস্যরা যথা সম‌য়ে না আস‌লে দুই মা‌র্কেটের মালামাল পুড়ে ছাই হয়ে যেত।

ফায়ার সা‌র্ভিস খুলনার সহকা‌রী প‌রিচালক মো. আসাদুজ্জামান বলেন, আগুনের তীব্রতা অ‌নেক ছিল। ঘটনাস্থলে যাওয়ার রাস্তা অ‌নেক কম হওয়ায় আগুন লাগা স্থানের কা‌ছে পৌঁছাতে কষ্ট হয়। ফায়ার সা‌র্ভিসের ৯টি ইউ‌নিট আধাঘণ্টা নিরালস চেষ্টা ক‌রে আগুন নিয়ন্ত্রণে আন‌তে সক্ষম হয়।

টুটপাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নজরুল ইসলাম বলেন, আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়েছে। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও জানা যায়নি। এ বিষয়ে মার্কেট কমিটি ও ব্যবসায়ীদের সাথে কথা বলার পর তদন্ত করে জানা যাবে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।