তালতলীতে কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পের অবহিতকরণ সভা
logo
ঢাকা, বুধবার, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

তালতলীতে কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পের অবহিতকরণ সভা

তালতলী (বরগুনা) প্রতিনিধি
জুন ৮, ২০২২ ৯:৫৭ অপরাহ্ণ
Link Copied!

বরগুনার তালতলীতে কোভিড-১৯ প্রতিরোধে দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বয়স্ক,শিশুদের ভ্যাকসিন গ্রহণে উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বাড়াতে ইউনিসেফ’র আর্থিক সহযোগিতায় বেসরকারি সংগঠন দি হাঙ্গার প্রজেক্ট এ সভা আয়োজন করেন।

বুধবার(৮জুন) সকাল ১০ টায় উপজেলা ক্রিড়া একাডেমির কক্ষে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

দি হাঙ্গার প্রজেক্টের জেলা সমন্বয়ক দেবাশীষ কর্মকারের সঞ্চালনায়, ও ডা. ডা.আলমগীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন,ডা. খোশনুর রাব্বি,বড়বগী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান খালেদ মাসুদ,ইউপি সদস্য সেলিনা আক্তার ইভা, সহকারী শিক্ষক অবনী চন্দ্র,অমল চন্দ্র, মো.জাহাঙ্গীর হোসেন, হাসি আপা, প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল মজিদ,তালতলী প্রেসক্লাব সভাপতি হাফেজ গোলাম কিবরিয়া,সম্পাদক খাইরুল ইসলাম আকাশ, সাংবাদিক ফোরামের সভাপতি মাহমুদুল হাসান, সম্পাদক হাইরাজ মাঝি, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ ইউসুফ আলী, ভারপ্রাপ্ত সম্পাদক শাহাদাত হোসেন, মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।