তালতলীতে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা ঋণ বিতরণ
logo
ঢাকা, শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালতলীতে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা ঋণ বিতরণ

মাহমুদুল হাসান, স্টাফ রিপোর্টার
আগস্ট ২৩, ২০২১ ৪:৫২ অপরাহ্ণ
Link Copied!

বরগুনার তালতলীতে করোনায় ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনার ঋণ বিতরণ করা হয়েছে।

এসেছে পল্লীর শুভদিন, বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ’শীর্ষক স্লোগান নিয়ে আজ সোমবার (২৩ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে উপজেলা হল রুমে ৬ জন উদ্যোক্তাকে ব্যাংক চেকের মাধ্যমে মোট ১৪ লাখ টাকা ঋণ প্রদান করা হয়।

তালতলী

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির এর সঞ্চালনায়, পল্লী উন্নয়ন কর্মকর্তা ফিরোজ আলমের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ঋণ বিতরণ করেন  উপজেলা নির্বাহী অফিসার মো.কাওছার হোসেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা, তালতলী উপজেলা ইউসিসিএ লিঃ এর সভাপতি মারুফ রায়হান তপু, ইউপি চেয়ারম্যানবৃন্দ এবং তালতলী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলাম,সাংবাদিক ফোরামের সাধরান সম্পাদক মাহমুদুল হাসান প্রমুখ।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।