সরকারী বিধিনিষেধ অমান্য করায় ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়।
রবিবার (২৫শে জুলাই) উপজেলার বাদাঘাট বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করেন। এসময় ৯টি মামলায় (১২ জনকে) মোট ৮হাজার ছয়শত টাকা জরিমানা করা হয়।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির গণমাধ্যমকে জানান,সবাই অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার জন্য আমরা নিষেধ করছি। একান্ত প্রয়োজনে বের হতে হলে মাস্ক পরুন। সামাজিক দুরত্ব মেনে চলুন। নিরাপদে থাকুন। তাহিরপুরকে করোনামুক্ত রাখার বিষয়ে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।
দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।