দলে যোগ দিয়েই ব্যস্ত সাকিব
logo
ঢাকা, রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দলে যোগ দিয়েই ব্যস্ত সাকিব

ক্রীড়া প্রতিবেদক
অক্টোবর ৮, ২০২২ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের উদ্বোধনী ম্যাচে গতকাল শুক্রবার পাকিস্তানের কাছে ২১ রানের হার নিয়ে মাঠ ছাড়ে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান দীর্ঘ ভ্রমণ ক্লান্তি থাকায় মাঠে ছিলেন না। তবে একদিন পর আজ শনিবার তাকে দেখা গিয়েছে দলের অনুশীলনে। 

বিসিবির অফিসাল ফেসবুক পেজের প্রকাশিত ভিডিওতে দেখা গিয়েছে নেটে ব্যাটিং অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন সাকিব। থ্রোয়ার বল খেলে নিজেকে প্রস্তুত করেছেন এদিন টাইগার অধিনায়ক। নেটে একের পর এক পুল, কাভার ড্রাইভ, কাট শট খেলার চেষ্টা করেন সাকিব। এ সময় তার পাশে থেকে পরামর্শ দিয়েছেন দলের ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স। ধারণা করা হচ্ছে জেমির অধীনেই আজ ব্যাটিং অনুশীলন করেছেন সাকিব।

এর আগে ভিসা জটিলতা কাটিয়ে গেল বৃহস্পতিবার লস এ্যাঞ্জেলস থেকে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দলের সঙ্গে যোগ দেন সাকিব। দীর্ঘ ভ্রমণের কারণে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে সাকিবকে বিশ্রাম দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম ঢাকা পোস্টকে এ কথা নিশ্চিত করেন।

রোববার নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় দুপুর বারোটায় হেগলি ওভালে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। নিশ্চিতভাবেই বলা যায় এদিন টস করতে মাঠে নামবেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।