পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে তালতলীতে বিক্ষোভ মিছিল
logo
ঢাকা, মঙ্গলবার, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে তালতলীতে বিক্ষোভ মিছিল

তালতলী (বরগুনা) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২, ২০২৩ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

সুইডেন ও ডেনমার্কে মুসলিমদের পবিত্র ধর্ম গ্রন্থ আল- কোরআন পোড়ানোর প্রতিবাদে বরগুনার তালতলীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিক্ষপ্ত জনতা রাসমুস পালুদানের কুশপুত্তলিকা দাহ্য করেন।

বৃহস্পতিবার (২রা ফেব্রুয়ারী )আসর নামাজ শেষে বিভিন্ন মসজিদ থেকে তালতলী মুসলিম ঐক্য পরিষদের আয়োজনে তালতলী প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। মিছিল শেষে উপজেলার শাপলা মার্কেটের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইসলামি আন্দোলন তালতলী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শাহাদাত মাতুব্বরের সঞ্চালনায় ও আফজাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আলী হাওলাদার, মদিনা মসজিদের ইমাম মুফতি মাওলানা ইসমাইল হোসাইন, কেন্দ্রীয় মসজিদের ইমাম মুফতি মাওলানা মোঃ ইউসুফ হোসাইন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন ইসলাম শান্তির ধর্ম মহানবীর বিদায়ী ভাষনে সকল ধর্মের মানুষদের শ্রদ্ধা করতে বলেছেন। আমরা সকল ধর্মকে শ্রদ্ধা করি কিন্তু রাসমুস পালুদান যে অন্যায় করেছে তা ক্ষমার অযোগ্য। আমরা এই নেককারজনক ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। সেই সাথে জাতিসংঘের মাধ্যমে তার শাস্তি কামনা করছি।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।