পিরিয়ড হওয়ার দোয়া
logo
ঢাকা, বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পিরিয়ড হওয়ার দোয়া

বিবর্তন ডেস্ক
ফেব্রুয়ারি ২৭, ২০২৪ ৮:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

পিরিয়ড হওয়ার দোয়া, আরবী সহ বাংলা ।। পিরিয়ড একটি স্বাভাবিক প্রক্রিয়া। সাধারণত উঠতি বয়সী মেয়েরা পিরিয়ড নিয়ে ভয় পেয়ে থাকে এছাড়া পিরিয়ড এর বিষয় নিয়ে পরিবারের সদস্য যেমন মা, বোন এদের কাছেও বলতে লজ্জা পাচ্ছেন। আসলে পিরিয়ড প্রতিটি নারীর হয়ে থাকে। এনিয়ে লজ্জা পাওয়া কিছু নেই।

আপনাদের জেনে রাখা উচিত বর্তমানে অনেক মা-বোনেরা এটাতে ভুগতেছেন যে তাদের নিয়মিত পিরিয়ড হচ্ছে না। কারন সন্তান ভূমিষ্ট হওয়ার জন্য এই পিরিয়ডের বিকল্প আর কিছু নাই।

অনেক মা-বোনের অনুরোধে আমলগুলো তুলে ধরলাম। নিয়মিত আমল করুন ইনশাল্লাহ সমাধান পাবেন।

পিরিয়ড অনিয়মিত হলে বা নিয়মিত করতে চাইলে এ আয়াতটি পড়বেন।

صُمٌّ بُكْمٌ عُمْيٌ فَهُمْ لَا يَرْجِعُونَ (১৮)
উচ্চারণ:সুম্মুম বুকমুন ‘উমইয়ুন ফাহুম লা-ইয়ারজি‘ঊন। (সূরা আল বাকারা, আয়াত :১৮)

(২) যাদের অনিয়মিত পিরিয়ড হচ্ছে তারা জমজমের পানিতে বা ভালো পানিতে প্রথমে দুরুদ শরীফ কয়েকবার পরে বিসমিল্লাহ সহ সূরা আম্বিয়ার ৮৭ নাম্বার আয়াত ‌।

উচ্চারণ: লা-হা ইল্লাআনতা ছুবহা-নাকা ইন্নী কুনতুমিনাজ্জালিমীন।
প্রতিদিন ৩৪১ বার পানিতে ফু দিয়ে। ১১ দিন পান করবে। শেষে দুরুদ শরীফ পড়ে। পানিতে ফু দিয়ে আল্লাহর কাছে রোগ শেফার দোয়া করবে। (৩) (সূরা আল ইমরান আয়াত:১৪৪)

উচ্চারণ: ওয়ামা-মুহাম্মাদুন ইল্লা-রাছুলুন কাদ খালাত মিন কাবলিহির রুছুলু আফাইম্মা-তা আও কুতিলানকালাবতুম ‘আলাআ‘কা-বিকুম।

১.প্রতিদিন লিখে খেতে পারলে অনেক উপকার পাওয়া যাবে।
২. প্রতিদিন 7 বার করে এই আয়াত পড়ে পানিতে ফু দিয়ে খেলে নিয়মিত হবে ।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।