বরগুনা-১ আসনে জাপা’র মনোনয়ন পেলেন তালতলীর খলিলুর রহমান
logo
ঢাকা, বুধবার, ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বরগুনা-১ আসনে জাপা’র মনোনয়ন পেলেন তালতলীর খলিলুর রহমান

তালতলী (বরগুনা) প্রতিনিধি
নভেম্বর ২৮, ২০২৩ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনে (বরগুনা সদর-আমতলী-তালতলী) জাতীয় পার্টির  মনোনয়ন পেয়েছেন সাবেক ভাইস চেয়ারম্যান এইচ এম খলিলুর রহমান।

গতকাল সোমবার  (২৭ নভেম্বর) বিকেলে জাতীয় পার্টির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। এইচ এম খলিলুর রহমান জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য,বরগুনা জেলা জাতীয় পার্টির সহসভাপতি ও তালতলী উপজেলা জাতীয় পার্টির সভাপতি। তিনি তালতলী উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত ভাইস চেয়ারম্যান ছিলেন।

এদিকে এইচ এম খলিলুর রহমানকে প্রার্থী করার খবরে নির্বাচনী এলাকা তালতলীতে মিষ্টি বিতরণ করেছেন জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের নেতারা। বরগুনা-১ আসনে তিনজন প্রার্থী জাতীয় পার্টির মনোনয়ন চেয়েছিলেন। সেখান থেকে এইচ এম খলিলুর রহমানের ওপর আস্থা রাখলো জাতীয় পার্টি।

এইচ এম খলিলুর রহমান বলেন, ২০০৯ সালে যখন আমতলী-তালতলী দুই উপজেলা নিয়ে একটি উপজেলা ছিলো। তখন উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসেবে প্রায় ৪০ হাজার ভোট পেয়েছি। পরবর্তীতে সাধারণ মানুষ আমাকে ভোট দিয়ে তালতলী উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছে। তিনি আরও বলেন,একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনি প্রচার-প্রচারণা চালিয়েছিলেন।পরে দলের নীতিনির্ধারকদের সিদ্ধান্তের প্রতি আস্থা ও অনুরোধে নির্বাচনে অংশগ্রহণ না করে দলীয় সিদ্ধান্ত মেনে নিয়েছিলাম। এইবারও দল আমার প্রতি যে আস্থা রেখে দলীয় মনোনয়ন দিয়েছে ও লাঙল প্রতিক নিয়ে নির্বাচনে অংশগ্রহন করবো। তাছাড়া তালতলী উপজেলায় আর কোনো প্রার্থী না থাকায় আগামী ৭ জানুয়ারী এই আসনের মানুষ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।