রক্ত দান করুন, দান করুন প্লাজমা, যতবার সম্ভব গ্রহণ করুন জীবন বাঁচানোর এ অনন্য সুযোগ এ স্লোগানে।বরগুনার তালতলীতে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে সর্বোচ্চ রক্তদাতাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার( ১৪ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদের পায়রা সম্মেলন কক্ষে, ব্লাড ডোনার ক্লাবের সভাপতি ইমরান তাহিরের সঞ্চালনায়,ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফয়সাল আহম্মেদর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান, মোস্তাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মনিকা নাজনীন মনি প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রক্তের মাধ্যমে অনেক ধরনের রোগ একজনের শরীর থেকে অন্যজনের শরীরে যেতে পারে। সেজন্য রক্ত নেওয়ার আগে কিছু পরীক্ষা-নিরীক্ষা করে নিতে হয়। যেমন- এনিমিয়া বা রক্ত স্বল্পতা, জন্ডিস, পালস রেট, রক্তচাপ, শরীরের তাপমাত্রা, ওজন, হিমোগ্লোবিন টেস্ট, ব্লাড সুগার বা চিনির মাত্রা পরিমাপ করা, ইসিজি। এ পরীক্ষাগুলো খুব সাধারণ।
যারা রক্ত দেয় তোদের অবশ্যই দেখতে হবে, যে রক্ত নিচ্ছে, তার জন্য রক্ত গ্রহণ অপরিহার্য কিনা। কারণ অনেকে রক্ত গ্রহণ করাটাকে একটা ব্যবসাতে পরিণত করেছে। রক্ত নিলে সাধারণত একটা লাভ। যে উপাদানটি কম আছে, সেটা বৃদ্ধি পায়। যেমন যার হিমোগ্লোবিন কম, তার হিমোগ্লোবিন বাড়ে। কারো রক্তের সাদা অংশ থেকে প্লাটিলেট দিতে হয়, সেটা বাড়ে। ধর্ম বর্ন নির্বিশেষে সকলেই মানব সেবায় এগিয়ে আসবে।
আলোচনা সভা শেষে সর্বোচ্চো রক্ত দাতা ভাইস-চেয়ারম্যান মনিকা নাজনিন মনি,তালতলী প্রেসক্লাবের উপদেষ্টা মাওলানা আব্দুল কাবির,সাংবাদিক হাইরাজ মাঝি,আইনজীবী শামীম আহমেদ,ব্যবসায়ী মাসুম বিল্লাহ,
সেরা রক্তসংগ্রহীতা তালতলী ব্লাড ডোনার ক্লাবের সাধারণ সম্পাদক, মরিয়ম ইসলাম, সাংগঠনিক সম্পাদক অমিত,সহ-সভাপতি মো:জসিম, সুমন আলী-মো:রুবেল খান কে সংবর্ধনা সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।