ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী ছাত্রী আত্মহত্যা করেছেন। চতুর্থ বর্ষের ওই ছাত্রীর নাম ফারিহা তাবাসসুম রূম্পা। সোমবার সকালে তিনি নিজ বাসায় আত্মহত্যা করেন।
সহপাঠীরা জানিয়েছে, রুম্পার বিয়ের কথাবার্তা চলছিল। এনিয়ে পরিবারের সদস্যদের চাপের মধ্যে ছিলেন তিনি। মানসিক যন্ত্রণা সইতে না পেরে তিনি আত্মহত্যার ভয়ংকর পথ বেছে নিয়েছেন। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ কী সেটি এখনও স্পষ্ট নয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, খবরটি শুনেছি। আমরা বিভাগ ও তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। এ ধরনের কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা কাম্য নয়। এ সময় সকল আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির সুষ্ঠু তদন্ত করার আশ্বাস দেন তিনি।
ইংরেজি বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. নেভিন ফরিদা বলেন, আত্মহত্যার বিষয়টি শুনেছি। তবে এর প্রকৃত কারণ কী তা জানি না।