বুবলীর ছেলের নাম শেহজাদ খান
logo
ঢাকা, বৃহস্পতিবার, ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বুবলীর ছেলের নাম শেহজাদ খান

বিনোদন ডেস্ক
সেপ্টেম্বর ৩০, ২০২২ ১১:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

বেবি বাম্পের ছবি প্রকাশের পর থেকেই আলোচনার টেবিল দখল করে আছেন ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী। গত মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ফেসবুকের নীল-সাদা দেয়ালে এ নায়িকার গর্ভাবস্থার ছবি ভেসে উঠতেই তার মা হওয়ার বিষয়টি চর্চিত হতে থাকে।

নেটিজেনরা বুবুলীর সন্তানের পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন তোলেন। অনেকে আঙুল তোলেন শাকিব খানের দিকে। এ বিষয়ে বুবলীকে সংবাদমাধ্যমের কর্মীরা প্রশ্ন ছুড়ে দিলে সেদিন এ নায়িকা জানান সংবাদ সম্মেলন করে বিস্তারিত বলবেন তিনি।

এদিকে বিস্তারিত শুনতে সবাই যখন বুবলীর মুখ চেয়ে বসে আছে ঠিক সেসময় বাতাসে উড়ছে নতুন গুঞ্জন। শোনা যাচ্ছে, দুই বছর আগে বুবলী যুক্তরাষ্ট্রে একটি ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। নাম রেখেছেন শেহজাদ খান। সন্তানের বাবা শাকিব খান। বুবলীর প্রথম হলেও শাকিবের দ্বিতীয় সন্তান এটি।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বুবলীর এক ঘনিষ্ঠজন জানান, বুবলীর ছেলে শেহজাদ খানের বয়স এখন দুই বছরের ওপরে।

২০২০ সালে বীর ছবির শুটিংয়ের পর বুবলী উধাও ছিলেন দীর্ঘ ১১ মাস। শোনা যাচ্ছে, ওই সময়ে মার্কিন মুলুকে শাকিবের সন্তানের জন্ম দেন বুবলী।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।