ব্রাজিলের বিপক্ষে খেলতে চায় না আর্জেন্টিনা, আদালতে যাওয়ার সিদ্ধান্ত
logo
ঢাকা, সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাজিলের বিপক্ষে খেলতে চায় না আর্জেন্টিনা, আদালতে যাওয়ার সিদ্ধান্ত

স্পোর্টস ডেস্ক
এপ্রিল ২৩, ২০২২ ৮:৩৬ অপরাহ্ণ
Link Copied!

আগামী জুন মাসের ১১ তারিখ অস্ট্রেলিয়ার বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) এক প্রীতি ম্যাচে মুখোমুখি হওয়ার কথা রয়েছে ফুটবল বিশ্বের অন্যতম সেরা জনপ্রিয় দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনার। সেই ম্যাচ নিয়ে এখন দেখা দিয়েছে অনিশ্চয়তা। ফিফা চাইলেও তা মেনে নিতে চাইছে না আর্জেন্টিনা। এখন আদালতে যেতে চাইছে দলটি। খবর রয়টার্স এর‌।

বিশ্বকাপ নিশ্চিত হওয়ায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন অবশ্য এই ম্যাচ খেলতে অনীহা প্রকাশ করেছিল। কিন্তু বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়ে দিয়েছে ম্যাচটি খেলতেই হবে। তবে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। আগে বলা হয়েছিল ম্যাচটি ব্রাজিলের মাঠেই খেলতে হবে, তবে তা হচ্ছে না- ম্যাচটি অস্ট্রেলিয়ার বেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) হওয়ার কথা।

যদিও বাতিল হওয়া এই ম্যাচটি পুনরায় খেলবে না বলে সংশ্লিষ্ট আদালতে আপিল করতে চাইছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স। উল্লেখ্য, আগেই কাতার বিশ্বকাপ নিশ্চিত করা প্রভাবশালী এই দু’টি দেশ সর্বশেষ ২০২১ সালের সেপ্টেম্বরে মুখোমুখি হয়েছিল। কিন্তু সেদিন খেলা শুরুর ৫ মিনিটের মাথায় করোনাভাইরাস সতর্কতার বিষয়ে ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তাদের বাড়াবাড়ির কারণে স্থগিত হয়েছিল।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।