রাজশাহী বিভাগে করোনার টিকা নিলেন ৪ লাখ ১০ হাজার ৪৮০ জন
logo
ঢাকা, সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী বিভাগে করোনার টিকা নিলেন ৪ লাখ ১০ হাজার ৪৮০ জন

মোঃ তারেক রহমান, রাজশাহী প্রতিনিধি
মার্চ ৯, ২০২১ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

গত ৭ ফেব্রয়ারি থেকে গতকাল ৮ মার্চ পর্যন্ত রাজশাহী বিভাগে করোনাভাইরাসের টিকা নিয়েছেন ৪ লাখ ১০ হাজার ৪৮০ জন। আর গতকাল সোমবার (০৮ মার্চ) রাজশাহী বিভাগে কোভিড ভ্যাক্সিন গ্রহণ করেছে ১২ হাজার ৮০৭ জন। গতকাল সোমবার (৮ মার্চ) রাজশাহী বিভাগীয় স্বাস্থ্যপরিচালক ডা. হাবিবুল আহসান এ তথ্য নিশ্চিত করেছে।

তিনি জানান, রাজশাহী জেলায় মোট ১৯৩৭ জন করোনার ভ্যাক্সিন গ্রহণ করেছে। এর মধ্যে পুরুষ ১১৬৬ ও নারী ৭৭১ জন। চাঁপাইনবাবগঞ্জে ১১৭৪ জন, পুরুষ ৭৯৯ ও নারী ৩৭৫ জন। নাটোরে ১১১১ জন পুরুষ ৭৪৭ নারী ৩৬৪ জন, নওগাঁয় ১৮৬২ জন তার মধ্যে পুরুষ ১১২৩ জন ও নারী ৭৩৯ জন, পাবনায় ১৬২৮ জন পুরুষ ১০১৫ জন নারী ৬১৩ জন, সিরাজগঞ্জে ১৫৩৪ জন এর মধ্যে পুরুষ ৯৪০ জন ও নারী ৫৯৪ জন, বগুড়ায় ২২৩৪ জন পুরুষ ১৪০৮ জন নারী ৮২৬ জন, জয়পুরহাটে ৫৮৭ জন তার মধ্যে পুরুষ ৪০৯ জন ও নারী ১৭৮ জন, রাজশাহী নগরীতে ৭৪০ জন তার মধ্যে ৪১৮ জন নারী ৩২২ জন।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।