রোকেয়া পদক পেলেন পাঁচ মহিয়সী নারী
logo
ঢাকা, সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রোকেয়া পদক পেলেন পাঁচ মহিয়সী নারী

স্টাফ করেসপন্ডেন্ট | দৈনিক বিবর্তন
ডিসেম্বর ১০, ২০২০ ৮:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

এবছর পাঁচ নারীকে বেগম রোকেয়া পদক দেয়া হয়েছে। নারীর ক্ষমতায়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখার জন্য তাঁরা এ পদকে ভূষিত হয়েছেন।

এবছর বীর মুক্তিযোদ্ধা মুশতারী শফি (সাহিত্য ও সংস্কৃতি), অধ্যাপক শিরীন আখতার (শিক্ষা), কর্নেল ডা. নাজমা বেগম (পেশাগত উন্নয়ন), বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার (নারী অধিকার) এবং মঞ্জুলিকা চাকমা (আর্থ সামাজিক উন্নয়ন) এ পদকে ভূষিত হয়েছেন।

বুধবার (৯ ডিসেম্বর) বেগম রোকেয়া দিবসে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে এ সম্মাননা দেয়া হয়।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদক বিতরণ করেন। প্রধানমন্ত্রী পক্ষে পদক বিজয়ী নারীদের হাতে সম্মাননা, সনদ ও চেক তুলে দেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুননেসা ইন্দিরা।

প্রসঙ্গত, নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকীতে প্রতি বছর ‘বেগম রোকেয়া পদক’ দেয় বাংলাদেশ সরকার।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।