রোহিঙ্গা শরণার্থী শিবিরে আশঙ্কাজনকহারে বাড়ছে বাল্যবিবাহ
logo
ঢাকা, বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গা শরণার্থী শিবিরে আশঙ্কাজনকহারে বাড়ছে বাল্যবিবাহ

স্টাফ করেসপন্ডেন্ট | দৈনিক বিবর্তন.কম
সেপ্টেম্বর ১৯, ২০২০ ৫:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

করোনাভাইরাস মহামারির কারণে যুবসেবামূলক কাজ বন্ধ হয়ে যাওয়ায় মানবপাচারের ঝুঁকিও বাড়ছে প্রতিদিন

বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলিতে বাল্যবিবাহ বাড়ছে৷ করোনাভাইরাস মহামারির কারণে যুবসেবামূলক কাজ বন্ধ হয়ে যাওয়ায় মানবপাচারের ঝুঁকিও বাড়ছে প্রতিদিন৷

এসব তথ্য প্রকাশিত হয়েছে জাতিসংঘের উদ্যোগে নেতৃত্বাধীন পরিচালিত এক সমীক্ষায়৷ এক প্রতিবেদনে এখবর জানিয়েছে জার্মান সংবাদসংস্থা ডয়চে ভেলে।

করোনাভাইরাস বিস্তার রোধে শরণার্থী শিবিরগুলিতে গত এপ্রিল মাস থেকে বিভিন্ন তৎপরতা শুরু করে বাংলাদেশ৷ এইসময় স্বাস্থ্য ও জরুরিভাবে খাদ্য সরবরাহের দিকে বেশি মনোযোগ দেওয়া হয়৷ এরফলে সাহায্যকর্মী ও শরণার্থীদের চলাচল সীমিত হয়ে যায়৷ এই পদক্ষেপটি গ্রহণ করায় অনেক শিশু পরিষেবাও বন্ধ হয়ে যায় বলে জানায় শরণার্থী ক্যাম্পে কর্মরত জাতিসংঘের এক শিশু সুরক্ষাকর্মী।

গত মে মাসে পরিচালিত হওয়া এই সমীক্ষার বিষয়ে কর্মকর্তারা জানিয়েছে, শিবিরের বর্তমান পরিস্থিতি ও পরিবেশ আগের মতোই রয়েছে৷

এদিকে, জাতিসংঘের ক্রিস্টেন হেইস বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জানান, করোনাভাইরাসের আগে সেখানকার পরিবেশ অনেক মানবিক ও বন্ধুত্বপূর্ণ ছিলো৷ শিশুরা নির্ভয়ে বন্ধুদের সাথে তাদের সব কথা বলতে পারতো, অনেকের পক্ষেই এখন যা সম্ভব নয়৷

 

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।