লগডাউন শিথিল, তাহিরপুর ফিরেছে ফিরেছে পূর্বের রূপে
logo
ঢাকা, রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লগডাউন শিথিল, তাহিরপুর ফিরেছে ফিরেছে পূর্বের রূপে

তানভীর আহমেদ, তাহিরপুর
আগস্ট ১২, ২০২১ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ছোট-বড় হাট- বাজার, সড়ক গুলো কঠোর লগডাউন শিথিল হতে না হতেই ধারণ করেছে পূর্বের রূপ। কঠোর লকডাউনের ফলে দীর্ঘ দিন বন্ধ থাকার পর আবারও খোলা হয়েছে উপজেলার বাজার গুলোর দোকানপাট। সড়ক গুলোতে চলছে গণ-পরিবহন। খোলা হয়েছে উপজেলার বিভিন্ন সরকারী, বেসরকারি অফিস, লাইব্রেরি, শপিংমল। আর এসব কিছু মিলিয়ে চাঞ্চল্য হয়ে উঠেছে তাহিরপুর।

বৃহস্পতিবার (১২ আগস্ট) উপজেলার সদর ও সুলেমানপুর বাজার সহ বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, লকডাউন শিথিল হওয়ায় বাজারে কিছুটা ভিড় বাড়ছে তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকানপাটে বেশিরভাগ মানুষ ভিড় করছেন। সড়ক পথেও থেমে নেই জনসমাগম। সড়কে পূর্বের ন্যায় চলাচল করছে অটোরিকশা, সিএনজি, মোটরসাইকেল সহ বিভিন্ন গণ পরিবহন। দীর্ঘ বন্ধ থাকার পর সকড় পথে দিন ভর মানুষের চলাচল ছিলো চোঁখে পড়ার মতো। গেল কয়েকদিনের দফায় দফায় বাড়ানো কঠোর লকডাউন বাস্তবায়নের পর তা শিথিল করায় জনসাধারণে ফিরেছে স্বস্তি।

সদর বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ক্রয় করতে আসা লুৎফুর মিয়া বলেন, এতো দিন লকডাউন ছিলো, তাই বাজারে আসি নাই। গতকাল থেকে লকডাউন নাই তাই বাজারে আসছি কিছু কেনা-কাটা করতে।

একইভাবে ছায়েদ নামক এক ব্যক্তি বলেন, লকডাউন আছলো এতো দিন, দোকানপাট বন্ধ আছলো, এখন দোকানপাট খুলছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ক্রয় করতে বাজারে আসলাম। 

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।