হজ ক্যাম্পে বিমানের পর্যাপ্ত টিকিট কাউন্টার স্থাপনের নির্দেশ
logo
ঢাকা, সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

হজ ক্যাম্পে বিমানের পর্যাপ্ত টিকিট কাউন্টার স্থাপনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
মে ২৪, ২০২৩ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

হজ ক্যাম্পে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কাউন্টার বাড়ানোর তাগিদ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। হজযাত্রীদের টিকিট বিড়ম্বনা এড়াতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের উপ-সচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন বিমানের ব্যবস্থাপনা পরিচালকে এ নির্দেশনা পাঠান।

নির্দেশনা বলা হয়, হজযাত্রীদের হজ ক্যাম্প স্থাপিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। এ নিয়ে সংবাদ মাধ্যমে সংবাদ প্রচার হচ্ছে। তাই হজের সুষ্ঠু ব্যবস্থাপনা ও সহজীকরণ করার লক্ষ্যে রাজধানীর আশকোনায় বিমানের পর্যাপ্ত কাউন্টার স্থাপনসহ কুপন দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এদিকে চলতি বছর পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে ১ লাখ ২২ হাজারের বেশি হজযাত্রী সৌদি আরব যাবেন। ইতিমধ্যে ২১ মে থেকে হজের উদ্দেশ্যে সৌদি যাওয়া শুরু হয়েছে। ২৩ মে মঙ্গলবার পর্যন্ত ভিসা পেয়েছেন ৪০ হাজার ৪০৭ জন হজযাত্রী। সৌদি পৌঁছেছেন ৬ হাজার ৯৬৭ জন হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী দুই হাজার ৪৮৯ জন। বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী চার হাজার ৪৭৮ জন।

ধর্ম মন্ত্রণালয়, হজ পোর্টাল, আইটি হেল্প ডেস্ক এবং বাংলাদেশ বিমানের পাঠানো তথ্য থেকে জানা গেছে ।

হজযাত্রার প্রথম দিন রোববার ভোর থেকে এখন পর্যন্ত ৬ হাজার ৯৬৭ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ২ হাজার ৪৮৯ জন ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৪ হাজার ৪৭৮ জন সৌদি আরব পৌঁছেছেন।

চলতি বছর গত ২১ মে হজের প্রথম ফ্লাইট শুরু হয়। হজে যাওয়ার শেষ ফ্লাইট ২২ জুন। অন্যদিকে, হজ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।

বাংলাদেশ বিমান বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গতকাল (২৩ মে) ৫টি হজ ফ্লাইটের মাধ্যমে সর্বমোট ২ হাজার ৮৬ জন হজযাত্রী পরিবহন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাংলাদেশ থেকে এ বছর ৬১ হাজার ১১১ জন হজযাত্রীকে পবিত্র ভূমিতে পৌঁছে দেবে বিমান। আগামী ২২ জুন বিমানের প্রি-হজ ফ্লাইট শেষ হবে।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী সৌদি আরবে হজ পালনের অনুমতি পেয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬৩ হাজার ৫৯৯ জনকে পরিবহন করবে। মোট ১৬০টি ডেডিকেটেড প্রি-হজ ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। আগামী ২২ জুন বিমানের প্রি-হজ ফ্লাইট শেষ হবে। সৌদি এয়ারলাইন্স ৫০ শতাংশ হজযাত্রী পরিবহন করবে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।