১ম ধাপে বরগুনার ২৬ ইউনিয়ন পরিষদে নির্বাচন ১১ এপ্রিল।
logo
ঢাকা, বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

১ম ধাপে বরগুনার ২৬ ইউনিয়ন পরিষদে নির্বাচন ১১ এপ্রিল।

জেলা প্রতিনিধি | দৈনিক বিবর্তন
মার্চ ৫, ২০২১ ৮:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

বরগুনার ৬ উপজেলার ২৬ ইউনিয়ন পরিষদসহ দেশের ২০ জেলার ৩২৩ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন প্রথম ধাপে, দলীয় প্রতীকের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১১ এপ্রিল। এর মধ্যে ৪১ ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।

বরগুনায় প্রথম ধাপে দলীয় প্রতীকের মাধ্যমে যে সকল ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে বরগুনা সদর উপজেলার বদরখালী, গৌরিচন্না ফুলঝুড়ী, কেওড়াবুনিয়া, আয়লাপাতাকাটা, বুড়িরচর, ঢলুয়া, বরগুনা, নলটোনা ইউনিয়ন এবং বেতাগী উপজেলার বিবিচিনি, বেতাগী, হোসনাবাদ, মোকামিয়া ইউনিয়ন এবং আমতলী উপজেলার গুলিশাখালী, কুকুয়া, আঠারগাছিয়া, হলদীয়া, চাওরা, আরপাঙ্গাশিয়া ইউনিয়ন এবং পাথরঘাটা উপজেলার কালমেঘা, কাকচিড়া, কাঠালতলি ইউনিয়নসহ বামনা উপজেলার বুকাবুনিয়া, বামনা, ডৌয়াতলা, রামনা ইউনিয়ন।

আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বুধবার বিকালে অনুষ্ঠিত কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খন্দকার সাংবাদিদের এ তথ্য জানান।

সচিব বলেন, ‘৪১টি ইউপিতে ইভিএম ও বাকিগুলোতে ব্যালট এবং ৯টি পৌরসভার সবগুলোতে ইভিএমে ভোট হবে।

২ মার্চের পর এসব ইউপি ও পৌরসভার তফসিল ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।