১৫ নভেম্বর থেকে টি-টোয়েন্টি,খেলবেন সাকিব
logo
ঢাকা, রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

১৫ নভেম্বর থেকে টি-টোয়েন্টি,খেলবেন সাকিব

স্পোর্টস রিপোর্টার | দৈনিক বিবর্তন.কম
অক্টোবর ২৬, ২০২০ ৫:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

করোনার ধাক্কা কাটিয়ে বিসিবি প্রেসিডেন্ট’স কাপ দিয়ে ক্রিকেটে ফিরেছেন টাইগার ক্রিকেটাররা। তিন দলের এই টুর্নামেন্টের পর্দা নেমেছে রবিবার (২৫ অক্টোবর)। সেই দিনই নভেম্বরে নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের তারিখ ঘোষণা করেছেন বিসিবি বস। সেই সাথে নিষেধাজ্ঞা মুক্ত হয়ে এই টুর্নামেন্ট খেলতে কবে দেশে ফিরবেন সাকিব সেটিও ঘোষণা করেছেন পাপন।

রোববার (২৫ অক্টোবর) বিসিবি প্রেসিডেন্ট’স কাপের ট্রফি চ্যাম্পিয়ান দলের হাতে তুলে দেওয়ার পর সংবাদ মাধ্যমকে এসব কথা জানিয়েছেন বিসিবি সভাপতি।

পাপন বলেন, ‘সামনে আমরা একটি টি-টোয়েন্টি লিগ করতে যাচ্ছি। এটা ৫ দলের হবে। আশা করছি ১৫ নভেম্বর থেকে শুরু করতে পারব। এটার বিস্তারিত কাল পরশুর মধ্যেই দিয়ে দিব আমরা।’

সাকিব প্রসঙ্গে বিসিবি বস বলেন, ‘সাকিব চলে আসবে ১০ তারিখের মধ্যে। আমার সবশেষ ওর সঙ্গে যে কথা হয়েছে তাতে ও বলেছে ১০ তারিখের দিকেই এখানে চলে আসবে। আগেও আসতে পারে। টুর্নামেন্টের আগে তো বটেই। আবার এক সপ্তাহ বা তার আগেও চলে আসতে পারে। এসে এখানে অনুশীলন করবে। তার আগে তো ওর দলও হয়ে যাবে।’

বিদেশি ক্রিকেটার রাখা না রাখার ব্যাপারে বিসিবি প্রধান বলেন, ‘এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত হচ্ছে সব স্থানীয় প্লেয়াররাই খেলবে। যেহেতু ৫ দলের সেহেতু আরো বেশ কয়েকজন ছেলে সুযোগ পাবে। নুন্যতম ৩০টা ছেলে নতুন আসবে। আমরা এক্সপ্রেশন অব ইন্টারেস্ট চাইব। কারা কারা এই দলগুলোর স্পন্সর হতে চায়। ওই অনুযায়ী আমরা এটা ঠিক করে ফেলব। মেন কথা, বিদেশি ক্রিকেটার রাখতে চাচ্ছি না এই মুহুর্তে। কারণ বিদেশি প্লেয়ার আনতে গেলে সব ব্যাটসম্যানই পাওয়া যাচ্ছে। ব্যাটসম্যান এনে লাভ টা কি? আমাদের তেমন কোন লাভই হচ্ছে না।’

দলের স্পন্সর প্রসঙ্গে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘এখানে দুটো অপশন। দুটো অপশনের একটা হচ্ছে লটারি, আরেকটা হচ্ছে ওরা যদি বলে আমি এটা চাই, আমি ওটা। যদি মিলে যায় তাহলে পাঁচজনকে পাঁচটা দিব। নাইলে লটারিতে চলে যাব।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।