আকুপাংচার করলে রোজা হবে কি?
logo
ঢাকা, শুক্রবার, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আকুপাংচার করলে রোজা হবে কি?

অনলাইন ডেস্ক
এপ্রিল ১৬, ২০২২ ১:৩৮ অপরাহ্ণ
Link Copied!

আকুপাংচার হলো- ব্যথা ও রোগ নিরাময় করার জন্য শরীরের বিভিন্ন জায়গায় সরু-লম্বা সুই ফুটিয়ে প্রাচীন চীনা চিকিৎসাপদ্ধতি। বহুপূর্বে চীনা চিকিৎসাবিদ্যার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিলো আকুপাঙ্কচার।

আকুপাংচার করালে রোজার কোনো অসুবিধা হবে না। কারণ, এর মাধ্যমে তাদের পেটের ভেতরে কোনো খাবার যাচ্ছে না। বরং এটা হচ্ছে বাইরে চামড়ার ওপরের ব্যাপার। এজন্য এটার কারণে রোজার কোনো অসুবিধা হবে না।

এমনকি যদি কেউ রমজানের রোজার দিনে ইনজেকশন ব্যবহার করে, তাহলে তার রোজার কোনো অসুবিধা হবে না; যতক্ষণ পর্যন্ত ইনজেকশনটা খাদ্য জাতীয় কিছু না হয়। কেননা, খাদ্য জাতীয় যদি না হয়— সাধারণ মেডিসিন যদি ইঞ্জেকশনের মাধ্যমে পুশ করা হয়, তাতে রোজার কোনো অসুবিধা হবে না।

এমনকি ডায়াবেটিক যাদের আছে, তাদের যদি ইনসুলিন নিতে হয়; তাদের চেষ্টা করা দরকার যে, তাদের ইনসুলিন নেওয়ার সময়টুকু রাতের বেলায় করা। ইফতার থেকে সাহরি পর্যন্ত সময়ের ভেতর নির্ধারণ করে নেওয়াটা ভালো। যদি এটা সেট করা না যায়— ডাক্তারের পরামর্শ অনুযায়ী যদি দিনেও ইনসুলিন নিতে হয়, তাহলে ইনসুলিন নিতে পারেন। এতে রোজায় তাতে কোনো অসুবিধা হবে না। আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য সহজ করে দিয়েছেন।

তথ্যসূত্র: সহিহ বুখারি, হাদিস : ৩/৩৩; মুসান্নাফে ইবনে আবী শাইবা,হাদিস ৯৩১৯; ফাতাওয়া হিন্দিয়া ১/২০৩

শায়খের ফতওয়া-সংকলন ‘জীবন-জিজ্ঞাসা’ থেকে সংগৃহীত

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।