আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে ফেনী জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের সহযোগিতায় এএফসি নারী ফুটবল দিবস সোমবার (৮ মার্চ) সকালে ফেনী ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে মেয়েদের ফুটবল প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসের বিভিন্ন কর্মসূচীর উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান। ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী।
এ সময় ফেনী প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল টোয়েন্টিফোর জেলা প্রতিনিধি দিলদার হোসেন স্বপন, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য আজম চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ ও জেলা ফুটবল এসোসিয়েশন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ডালিম, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ফুটবল কোচ দীপক চন্দ্র নাথ, জেলা ক্রিকেট কোচ রিয়াজ উদ্দিন রবিন, জেলা ফুটবল এসোসিয়েশন কোষাধ্যক্ষ আমজাদ হোসেন বিপ্লব সহ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গ্রাসরুট পর্যায়ে প্রশিক্ষণে অংশ গ্রহণ কারী শতাধিক নারী ফুটবলারসহ আমন্ত্রিতগন অতিথিগন উপস্থিত ছিলেন।
অতিথিগন প্রশিক্ষণে অংশ গ্রহণ কারী নারী ফুটবলারদের হাতে সার্টিফিকেট তুলে দেন।
ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার বলেন, তোমরা সবাই এগিয়ে আসবে। আমরা খেলাধুলার বিষয়ে তোমাদের সাপোর্ট দিব।
ফেনী পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তার অবদান রয়েছে নারীদের। তারা আজ ঘরের মধ্যে সীমাবদ্ধ নাই, প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যাচ্ছে।
ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান বলেন, শুধু এ দেশ নয়, নারীরা এখন পৃথিবীতে অনেক বড় জায়গায় স্থান করে নিয়েছেন। সংগ্রামী ইচ্ছা থাকতে হবে তাহলে তোমরা পারবে। ভালো কিছু অর্জন করলে সবাই তোমাদের নাম নিবে।
দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।