ঈদগাঁও থানার উদ্যোগে ৭ মার্চ উপলক্ষে আনন্দ উদযাপন
logo
ঢাকা, মঙ্গলবার, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঈদগাঁও থানার উদ্যোগে ৭ মার্চ উপলক্ষে আনন্দ উদযাপন

এম আবু হেনা সাগর, ঈদগাঁও
মার্চ ৭, ২০২১ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে পুলিশ কতৃক আয়োজিত অনুষ্টান এবং বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তোরনে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে- কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও থানার উদ্যোগে বিকেল ৪টায় ইসলামাবাদের ফকিরা বাজারস্থ থানা প্রাঙ্গনে ভারপ্রাপ্ত কর্মকতা আবদুল হালিমের সভাপতিত্বে আনন্দ উদযাপন অনুষ্টান সম্পন্ন হয়।

উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মামুন আল ইসলাম, কক্সবাজার সদর আ,লীগের সভাপতি আবু তালেব, মুক্তিযোদ্বা কমান্ড, সদর উপজেলার সভাপতি শামশুল হুদা,ঈদগাঁও চেয়ারম্যান ছৈয়দ আলম, ইসলামাবাদ চেয়ার ম্যান নুর ছিদ্দিক,পোকখালী চেয়ারম্যান রফিক আহমদ, জেলা যুবলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক হুমায়ুন কবির চৌধুরী, সদর উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো, ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, ইসলামপুর লবন মিল মালিক সমিতি সভাপতি শামসুল আলম,সদর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামিল উদ্দিন, ঈদগাঁও যুবলীগের সাধারন সম্পাদক রাশেল উদ্দিন রাশেদ, পোকখালী যুবলীগ সভাপতি আমজাদ হোসেন, সাধারন সম্পাদক অহিদুর রহমান ইত্তেহাদ,ইসলামাবাদ যুবলীগের সভাপতি নাছির উদ্দিন, সম্পাদক দিদারুল ইসলাম,জালালাবাদ যুবলীগের সভা পতি হাসান তারেক, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু হেনা বিশাদ, সাধারন সম্পাদক ইরফানুল করিম, ঈদগাঁও কমিউনিটি পুলিশিং সাধারন সম্পাদক কাইয়ুম উদ্দিন। এতে সাংবাদিক,শিক্ষক রাজনীতিবিদ,পুলিশ আনসার,সেচ্ছাসেবীসহ বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক লোকজন অংশ নেন।

এ অনুষ্টানের সফলতা ও স্বার্থকতা কামনা করে মানবিক সংগঠন বৃহত্তর ঈদগাঁও ব্লাড ডোনারস সোসাইটি।

আনন্দ উদযাপনের শুরুতে কোরান তেলোয়াত করেন ফকিরা বাজার জামে মসজিদের খতিব আবদু শুক্কুর ও শীতা পাঠ করেন জয় আচায্য। পরপরেই ৭ই মার্চের ভাষন এবং গনভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষন সম্প্রচার করা হয়।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।