এনআইডি সংশোধন আবেদন করা যাবে জাতীয় নির্বাচনের তফসিল পর্যন্ত
logo
ঢাকা, মঙ্গলবার, ২৮শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এনআইডি সংশোধন আবেদন করা যাবে জাতীয় নির্বাচনের তফসিল পর্যন্ত

অনলাইন ডেস্ক
অক্টোবর ৪, ২০২৩ ৯:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন করা যাবে। মঙ্গলবার নির্বাচন কমিশন এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীর এ বিষয়ে বলেন, সংসদ নির্বাচনের ভোটার হওয়ার সময় শেষ। তবে এনআইডি সংশোধনের আবেদন তফসিল ঘোষণার আগ পর্যন্ত করা যাবে।

ইসি কর্মকর্তারা বলছেন, এখন কেউ ভোটার হওয়ার আবেদন করলে কেবল এনআইডি পাবেন। তবে ভোটার তালিকায় নাম উঠবে সংসদ নির্বাচনের পর।

ইসি সার্ভারে সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে ভোটার সংখ্যা ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪ লাখ ৪৫ হাজার ৭২৪ জন, নারী ৫ কোটি ৮৭ লাখ ৪ হাজার ৮৭৯ জন। আর ৮৩৭ জন হিজড়া ভোটার। তবে নতুন ভোটারদের সুযোগ দেওয়ায় এই সংখ্যাটা বাড়তে পারে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।