কওমি মাদ্রাসা খুলে দেয়ার সিদ্ধান্ত হয়নি : শিক্ষা মন্ত্রণালয়
logo
ঢাকা, বুধবার, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কওমি মাদ্রাসা খুলে দেয়ার সিদ্ধান্ত হয়নি : শিক্ষা মন্ত্রণালয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা
আগস্ট ৬, ২০২১ ৯:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের কওমি মাদ্রাসাসমূহ খুলে দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এক বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার রাতে শিক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছেন।

এতে আরও বলা হয়, দেশের কওমি মাদ্রাসাসমূহ খুলে দেয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। অথচ বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মাওলানা মোহাম্মদ জোবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে যে, শিক্ষা মন্ত্রণালয় থেকে আগামী ১৬ আগস্ট বুধবার থেকে দেশের সকল কাওমি মাদ্রাসা খুলে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। যা সত্য নয়।

উল্লেখ্য, করোনা সংক্রমণের কারণে গত বছরের ১৮ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সর্বশেষ ২৯ জুলাই সব শিক্ষা প্রতিষ্ঠান এবং এবতেদায়ি ও কওমি মাদ্রাসাসমূহের চলমান ছুটি আগামী ৩১ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।