কঠোর বিধিনিষেধ বা লকডাউন শুরু হয়েছে শুক্রবার (২৩ জুলাই) সকালের সূর্য উঠার সাথে সাথেই। কিন্তু দেশের দক্ষিণের ২১ জেলায় প্রবেশের দরজা হিসেবে খ্যাত ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে কঠোর লকডাউনেও চলাচলা করছে দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন।
সকাল সাড়ে ৭টার দিকেও ঢাকা-খুলনা মহাসড়কে চলাচল করতে দেখা গেছে দূরপাল্লার বিভিন্ন বাস।
এই রুটে নিয়মিত যাতায়াতকারী ঈদ্গল পরিবহনের দৌলতদিয়ায় দায়িত্বরত ঘাট সুপারভাইজার ভরত মণ্ডল জানান, আমাদের রাতের কিছু গাড়ি পাটুরিয়া প্রান্তে এখনও পারের অপেক্ষায় আটকে আছে। রাতে গাড়িগুলো ফেরিতে পার হতে পারেনি। তবে দুপুর ১২টা পর্যন্ত গাড়িগুলো পার করে কঠোর লকডাউন শুরু করতে পারবে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ম্যানেজার শিহাব উদ্দিন জানান, সরকারের জারি করা নির্দেশ রাতেই পেয়েছি। তবে বৃহস্পতিবার রাতে আটকে থাকা যানবাহনগুলোকে পারাপার করা হচ্ছে। এগুলো পারাপার শেষ হলেই কঠোর লকডাউনের নির্দেশনা মেনে নিয়ম অনুযায়ী গাড়ি পারাপার করা হবে।