দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েছে। ২৪ ঘন্টার হিসেবে গত একদিনে দেশে কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাড়াল ৫ হাজার ৯৬৬ জন।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে ১ হাজার ৭৩৬ জন নতুন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। যা বিগত কয়েকদিনের হিসেবে বেশি। শীত বাড়ার সঙ্গে সঙ্গে দেশে করোনার সংক্রমণ বেড়ে যেতে পারে। এখন পর্যন্ত দেশে মোট ৪ লাখ ১০ হাজার ৯৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এছাড়া গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯৬১ জন করোনা আক্রান্ত রোগী। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাড়াল ৩ লাখ ২৭ হাজার ৯০১ জন।
প্রসঙ্গত, বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ৮ মার্চ। ১৮ জুলাই আক্রান্তের সংখ্যা দুই লাখ পেরিয়ে যায়।