চার শিশুকে কারাগারে পাঠানোর নির্দেশ, হাইকোর্টে ক্ষমা চাইলেন ম্যাজিস্ট্রেট
logo
ঢাকা, রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চার শিশুকে কারাগারে পাঠানোর নির্দেশ, হাইকোর্টে ক্ষমা চাইলেন ম্যাজিস্ট্রেট

স্টাফ করেসপন্ডেন্ট | দৈনিক বিবর্তন.কম
অক্টোবর ১১, ২০২০ ৭:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

বরিশালের বাকেরগঞ্জে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চার শিশুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়ায় হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন সিনিয়র জুডিশ্যল ম্যাজিস্ট্রেট এনায়েত উল্লাহ। এর আগে ওই চার শিশুকে তিনি কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রোববার হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত বেঞ্চে চাঞ্চল্যকর এ মামলার শুনানি হয়।

এর আগে ওই চার শিশুকে কারাগারে পাঠানোর ঘটনায় হাইকোর্টে উপস্থিত হন বরিশালের সিনিয়র জুডিশ্যল ম্যাজিস্ট্রেট এনায়েত উল্লাহ।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।