খুলনা মহানগর বিএনপি’র যুগ্ম-আহবায়ক, চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক ও মোহামেডান ক্লাবের সাবেক কোষাধ্যক্ষ সাবেক ছাত্রনেতা আজিজুল হাসান দুলু ইন্তেকাল করেছেন (ইন্নালিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন.)। গতকাল সোমবার বেলা ১১টা ২৫ মিনিটে ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মাত্র ৫২ বছর বয়সী সর্বজন গ্রহনযোগ্য এ নেতা মৃত্যুকালে স্ত্রী, এক কন্যা সন্তান ও জামাতাসহ অসংখ্য নেতা-কর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। এশাবাদ খুলনার শহিদ হাদিস পার্কে মরহুমের নামাজে জানাযা শেষে রাতেই নগরীর টুটপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।
শহিদ হাদিস পার্কে মরহুমের নামাজে জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তৃতা করেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু ও মিজানুর রহমান মিজান, বিএনপি’র কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, কেন্দ্রীয় নেতা রকিবুল ইসলাম বকুল, ভারপ্রাপ্ত বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, নগর বিএনপি’র আহবায়ক এড. শফিকুল আলম মনা ও জেলার আহবায়ক আমীর এজাজ খান। নামাজে জানাজার ইমামতি করেন মাওলানা ইমদাদুল হক।
অন্যান্যের মধ্যে জানাজায় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য শেখ আবুল হোসেন ও মোঃ মুজিবুর রহমান, কেসিসি’র সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুন্ডু, নগর ও জেলা বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও এসএম মনিরুল হাসান বাপ্পী, কেসিসি’র সাবেক প্যানেল মেয়র আনিসুর রহমান বিশ্বাস, সাংবাদিক মুনীর উদ্দিন আহমেদ, শেখ দিদারুল আলম, মুন্সী আবু তৈয়ব, মোঃ সোহরাব হোসাইন, আশরাফুল ইসলাম নূর, আরাফাত হোসেন রুমী, রকিবুল ইসলাম মতি ও সোহাগ দেওয়ান, বিএনপি নেতা শাহারুজ্জামান মোর্ত্তজা, শেখ আবু হোসেন বাবু, জাফরউলাহ্ খান সাচ্চু, ফকরুল আলম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, মাহবুব কায়সার, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মোঃ শফিকুল ইসলাম মধু, মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল কালাম আজাদ, মাস্টার শফিকুল ইসলাম, অধ্যাপক মাহফুজুর রহমান, এড. শাহ আলম ও এড. হেলাল হোসাইন, জেপি’র মহানগর সভাপতি এড. লতিফুর রহমান লাবু ও সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম সেন্টু, খুলনা বারের সাবেক সভাপতি এড. নূরুল হাসান রুবা, মোলা মাসুম রশীদ ও কেএম শহিদুল ইসলাম, খুলনা চেম্বারের পক্ষে আ’লীগ নেতা সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, কাউন্সিলর শেখ গাউসুল আযম, সাবেক ছাত্রনেতা চৌধুরী রায়হান ফরিদ, নগর ছাত্র ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, বিএনপি নেতা জুলফিকার আলী জুলু, আশরাফুল আলম নান্নু, শামসুল আলম পিন্টু, মাসুদ পারভেজ বাবু, কাজী মাসুদ আলী, আ’লীগ নেতা চৌধুরী হাসানুর রশীদ মিরাজ, বিএনপি নেতা রফিকুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, সিরাজুল ইসলাম নান্নু, মহানগর জাসাস’র আহবায়ক ইঞ্জিনিয়ার নূর ইসলাম বাচ্চু ও জেলার আহবায়ক মোঃ শহিদুল ইসলাম, ছাত্রদল নেতা আব্দুল মান্নান মিস্ত্রি, ইসতিয়াক আহমেদ ইস্তি ও তাজিম বিশ্বাসসহ খুলনার রাজনীতিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, ক্রীড়া সংগঠক, স্বেচ্ছাসেবী ও উন্নয়ন সংগঠনের নেতৃবৃন্দসহ খুলনার সর্বস্তরের মানুষ জানায় অংশ নেন।
এর আগে, দলীয় কার্যালয়ের সামনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে, বিএনপি’র বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। পরে খুলনা মহানগর ও জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, ছাত্রদল, মহিলাদল, জাসাস, মুক্তিযোদ্ধা প্রজন্মদল, কৃষক দলসহ আরও অঙ্গ সহযোগী সংগঠন ও ওয়ার্ড, থানা পর্যায়ের নেতৃবৃন্দ ফুলেল শ্রদ্ধা অর্পণ করেন।
দলীয় সূত্রে জানা গেছে, গত ২০ আগস্ট সকালে আজিজুল হাসান দুলু অসুস্থতা অনুভব করলে নগরীর ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে হৃদরোগের বিষয়টি নিশ্চিত করলে তাৎক্ষণিক তাকে রিং পরানো হয়। এরপর তার অবস্থার অবনতি হলে ঢাকার সিএমএইচ হাসপাতালে স্থানান্তর করা হয়। সোমবার বেলা ১১ টা ২৫ মিনিটে সেখানেই তার মৃত্যু হয়। সদালাপি বিনয়ী ও মিষ্টভাষী এই নেতার মৃত্যুতে বিএনপি নেতা-কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। দলের এই নেতার মৃত্যুতে ৪ দিনের শোক কর্মসূচি গ্রহণ করেছে খুলনা বিএনপি।
এদিকে গতকাল সন্ধ্যায় কফিন নগরীর গোবরচাকা গাবতলাস্থ নিজ বাড়িতে পৌঁছালে বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য ভীড় করেন। সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যে সৃষ্টি হয়। আত্মীয়-স্বজন ও নেতা-কর্মীদের আহাজারীতে এলাকার পরিবেশভারী হয়ে ওঠে। এর আগে গতকাল তার কফিন নিয়ে দুপুর আড়াইটায় ঢাকা থেকে রওনা হয় স্বজনরা।
খুলনা মহানগর বিএনপি’র যুগ্ম-আহবায়ক আজিজুল হাসান দুলুর মৃত্যুর সংবাদ পেয়ে খুলনায় ছুটে আসেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, নগর বিএনপি’র সদস্য রকিবুল ইসলাম বকুল, বিএনপি’র বিভাগীয় সাংঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত, সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু। তারা মরদেহের পাশে দাঁড়িয়ে শেষ শ্রদ্ধা জানান। এরপর পরিবারের শোকাহত সদস্যদের পাশে কিছু সময় অবস্থান করেন এবং সমবেদনা জানান।
দলের এই নেতার মৃত্যুতে ৪ দিনের শোক কর্মসূচি গ্রহণ করেছে খুলনা বিএনপি। কর্মসূচির মধ্যে ছিল সোমবার মাগরিব বাদ দলীয় কার্যালয়ের সামনে আজিজুল হাসান দুলুর কফিনে মহানগর ও জেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, এশা বাদ শহিদ হাদিস পার্কে জানাযা ও টুটপাড়া কবরস্থানে দাফন।
আজ মঙ্গলবার বেলা ১১টায় মহানগর ও জেলা বিএনপি’র উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা ও দোয়া। আগামীকাল বুধবার (২১ সেপ্টেম্বর) বিভিন্ন অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা ও দোয়া এবং বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে শোক সভা। এতে বিএনপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
১৯৭০ সালের ৫ জুন সম্ভ্রান্ত মুসলিম অভিজাত ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেন আজিজুল হাসান দুলু। তিনি খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক এবং স্বেচ্ছাসেবক দলের খুলনা মহানগরীর আহবায়ক, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, মোহামেডান স্পোর্টিং ক্লাব খুলনার কোষাধ্যক্ষ, খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি, খুলনা শিশু হাসপাতাল ফাউন্ডেশন, খুলনা শিল্প একাডেমি ও ডায়াবেটিকস সমিতির আজীবন সদস্য ছিলেন। এছাড়া তিনি খুলনা জেলা রেড ক্রিসেন্ট ও রোটারী ক্লাবের সাথে জড়িত ছিলেন।
শোক : বিএনপি নেতা দুলুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ, মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দলের মহানগর ও জেলা নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন মহানগর বিএনপি’র আহবায়ক শফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ তারিকুল ইসলাম জহীর, আবু হোসেন বাবু, কাজী মোঃ রাশেদ, খান জুলফিকার আলী জুলু, স ম আব্দুর রহমান, সাইফুর রহমান মিন্টু, সৈয়দা রেহানা ঈসা, এস এ রহমান বাবুল, এড. নুরুল হাসান রুবা, মোলা খায়রুল ইসলাম, কাজী মাহমুদ আলী, মোঃ রকিব মলিক, মোস্তফা উল বারী লাভলু, শের আলম সান্টু, মোলা মোশারফ হোসেন মফিজ, আবুল কালাম জিয়া, অধ্যাপক মনিরুল হক বাবুল, বদরুল আনাম খান, শেখ তৈয়েবুর রহমান, মাহবুব হাসান পিয়ারু, শামীম কবির, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আশরাফুল আলম নান্নু, একরামুল হক হেলাল, শামসুল আলম পিন্টু, মাসুদ পারভেজ বাবু, মেজবাউল আলম, শেখ সাদী, এনামুল হক সজল, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ।
খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি : অনুরূপ শোক প্রকাশ, মরহুমের বিদেহী রুহের মাগফিরাত কামনা এবং মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন খুলনা চেম্বারের সভাপতি কাজি আমিনুল হক, উর্ধ্বতন সহ-সভাপতি শরীফ আতিয়ার রহমান, সহ-সভাপতি সিদ্দিকুর রহমান বিশ্বাস বুলু, সহ-সভাপতি মোঃ মোস্তফা জেসান ভুট্টো, পরিচালকবৃন্দ গোপী কিষণ মুন্ধড়া, এম এ মতিন পান্না, জেড এ মাহমুদ ডন, শেখ মোঃ গাউসুল আজম, মোঃ মফিদুল ইসলাম টুটুল, মোঃ সিরাজুল হক, কাজী মাসুদুল ইসলাম, জোবায়ের আহমেদ খান (জবা), ঠাকুর মোঃ শাহ্ আলম, মোঃ মোশাররফ হোসেন, উজ্জ্বল কুমার গাঙ্গুলী, মোঃ আবুল হাসান, মোঃ ইসলাম খান, খান সাইফুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম মাসুম, মোঃ মাহবুব আলম, চৌধুরী মিনহাজ উজ জামান, নিজারুল আলম জুয়েল।
খুলনা জিয়া পরিষদ : অনুরূপ বিবৃতিতে গভীর শোক প্রকাশ, রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সংগঠনের জেলা ও মহানগর নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন প্রফেসর ড. মোঃ হারুনুর রশিদ খান, প্রফেসর ড. মোঃ আশরাফ হোসেন, প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম, প্রফেসর ড. মোঃ গোলাম রাক্কিবু, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির, জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক মনিরুল হক বাবুল, নগর শাখার সভাপতি এড. মশিউর রহমান নান্নু, জেলার সাধারণ সম্পাদক মোঃ শফিকুর রহমান শফিক, মোঃ রুহুল আমীন, কাজী ফেরদৌস বাবু, মোহাম্মদ মনজুর রহমান, এসএম মোহাম্মদ আলী, মোঃ মিজানুর রহমান, মোঃ ওসমান গনি, মোহাম্মদ মেশকাত হোসেন, প্রভাষক জাহিদুর রহমান রাজু, এমএমএ বাশার, মোহাম্মদ খোরশেদ আলম, জাহেদ আলম, মাহমুদুল হাসান, মোঃ রবিউল ইসলাম, প্রভাষক মনিরুল ইসলাম, মইনুল ইসলাম, অধ্যাপক রবিউল ইসলাম, এড. মহসিন মোলা, এড. মোঃ মারুফ, মেশকাত হোসেন, মোঃ রবিউল ইসলাম, মোহাম্মদ মোর্তজা, মোহাম্মদ নাসিরুদ্দিন ও গাজী আব্দুল কুদ্দুস প্রমুখ।
বন্ধন খুলনা বিশ্ববিদ্যালয় : মরহুমের মৃত্যুতে অনুরূপ গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন শরাফাত আলী দুলু, মোঃ আনিছুর রহমান, আবু সালেহ মোঃ পারভেজ, আব্দুর রহমান, এসএম মোহাম্মদ আলী, জাভেদ এলাহী, মোঃ আতিয়ার রহমান, মোঃ কাজী আবু খালিদ, আব্দুলাহ শাহানুর কবির অয়ন, লাভলী খাতুন, মোঃ শফিকুর রহমান, মোঃ জাকির হোসেন, কাজী ফেরদাউস, মোঃ আব্দুর রহমান (অঃহিঃ), এস,এম শাকিল রহমান, মোঃ রবিউল ইসলাম, মোঃ আতিকুর রহমান, শেখ আকতার হোসেন, মোঃ ইস্রাফিল, কুদরাতে এলাহী রঞ্জু, মোঃ শামীম রহমান, নুরুজ্জামান মিত্থন, মোঃ জসিম উদ্দিন, মোঃ নাসির জাহাঙ্গীর, সাহারা বানু প্রমুখ।