বরগুনার তালতলীতে চুরি ছিনতাইয়ের অভিযোগে ছাত্র দলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে বহিষ্কার করা হয়েছে।
গত ১০ আগষ্ট তাদেরকে বহিষ্কার করা হয়েছে মর্মে ছাত্র দলের প্যাডে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে উপজেলা ছাত্রদল। মঙ্গলবার ২২আগষ্ট রাতে উপজেলা ছাত্র দলের যুগ্মআহ্বায়ক ও সদস্য সচিব, স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন সদস্য সচিব জহিরুল ইসলাম জহির।
প্রেস বিজ্ঞপ্তিতে তারা উল্লেখ করেন সংঘটনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ড প্রমানিত হওয়ায় তাদেরকো পদ থেকে অব্যাহতি দেয় সংগঠনটি। তবে তাদের বয়স ১৮ বছরের নিচে থাকায় তাদের নাম প্রকাশ করা যাচ্ছেনা।
চুরি ছিনতাইয়ের ঘটনায় তাদেরকে বহিষ্কার করা হয়েছে কিনা জানতে চাইলে চুরি ছিনতাইয়ের ঘটনা এরিয়ে গিয়ে উপজেলা ছাত্র দলের সদস্য সচিব, জহিরুল ইসলাম জহির বলেন,আমরা গত ১০ আগষ্ট তাদেরকে সংঘটনের,শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ড প্রমানিত হওয়ায় তাদের বহিষ্কার করা হয়েছে। গত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। এর আগে তাদেরকে ডাক যোগে প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়েছি।
তালতলী সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ইমরান তাহির বলেন, লাউপাড়া স্কুলের ওই ছাত্র দলের কর্মীরা বিভিন্ন সময় চুরি ছিনতাই মাদক সেবন সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডে জড়িত কর্মকাণ্ড একাধিক বার গণমাধ্যম তুলে ধরা হয়েছে। তাই এদের প্রতি আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি রাখা প্রয়োজন।