জয়িতা টাওয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
logo
ঢাকা, শনিবার, ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

জয়িতা টাওয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
অক্টোবর ১৭, ২০২৩ ১১:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর ধানমন্ডিতে জয়িতা টাওয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে ধানমন্ডি ২৭ (পুরাতন) রোডে নবনির্মিত ১২ তলাবিশিষ্ট জয়িতা টাওয়ার, জামদানি গ্যালারি ও জয়িতা মার্কেটপ্লেসের উদ্বোধনী ফলক উন্মোচন করেন তিনি।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত জয়িতা টাওয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবন থেকে যোগ দেন।

টাওয়ারটি অত্যাধুনিক ভৌত অবকাঠামো সুবিধা দিয়ে নির্মিত হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা যায়।

দেশের নারী উদ্যোক্তাদের বিভিন্ন ব্যাবসায়িক উদ্যোগে সম্পৃক্ত করার মাধ্যমে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে সহায়তা করবে জয়িতা ব্র্যান্ডের অধীনে পরিচালিত স্থাপনাটি।

এখানে দেশের নারী উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাত পণ্য, সাপ্লাই চেইন ও সেবা সর্বজনীন প্রবেশাধিকারসহ বাজারজাত করার সুবিধা রয়েছে।

এই ভবনে জ্ঞান, দক্ষতা, ব্যবসায় ব্যবস্থাপনা ও উন্নয়ন কৌশলের ভিত্তিতে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণের জন্য ভৌত অবকাঠামোগত সুবিধা দেওয়া হয়েছে।

জয়িতা আইকনিক টাওয়ারে রয়েছে চাইল্ড ডে-কেয়ার সেন্টার, ডিজাইন সেন্টার, বিউটি পার্লার, জিমনেসিয়াম ফর উইমেন, সুইমিংপুল ফর উইমেন অ্যান্ড চিলড্রেন, মাল্টিপারপাস হল, সেমিনার হল, ব্যাংক, ফুডকোর্ট ও ক্যাফে। তা ছাড়া চালু হয়েছে ই-জয়িতা অনলাইন মার্কেটপ্লেস।

নবনির্মিত টাওয়ারটিতে পর্যাপ্ত গাড়ি পার্কিং সুবিধাসহ প্রশস্ত লবি সুবিধা থাকবে। এ ছাড়া থাকবে জয়িতা ফাউন্ডেশনের সদর দপ্তর।

২০২১ সালের ১ ডিসেম্বর ১২ তলা জয়িতা টাওয়ার নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজধানীর ধানমন্ডির ২৭ (পুরাতন) রোডে এক বিঘা জমির ওপর ১৬৮ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে টাওয়ারটি নির্মিত হয়েছে।

তিনি বাংলাদেশে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে ২০১১ সালের ১৬ নভেম্বর জয়িতা ফাউন্ডেশন কর্মসূচির উদ্বোধন করেন।

ইতোমধ্যে সরকার ফাউন্ডেশনের জন্য টোকেন মূল্যে দেশের প্রতিটি বিভাগে এক বিঘা জমি বরাদ্দ করেছে।

জয়িতা প্রতিটি জেলা ও উপজেলায় কার্যক্রম চালু করে সারাদেশে নারীবান্ধব পৃথক বিপণন নেটওয়ার্ক গড়ে তুলতে চায়।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।