ঝিনাইদহে আজ করোনায় আক্রান্ত ১১৩; মৃত্যু ৮
logo
ঢাকা, মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে আজ করোনায় আক্রান্ত ১১৩; মৃত্যু ৮

আব্বাস আলী, ঝিনাইদহ
জুলাই ৪, ২০২১ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহে ২৪ ঘন্টায় ১১৩ জন আক্রান্ত ও করোনার উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৮ জনের। আজ সকালে সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা: সেলিনা বেগম।

তিনি বলেছেন, গত ২৪ ঘন্টায় ২৯২ জনের নমুনা পরীক্ষার ফলাফলে নতুন করে ১১৩ জনের শরীরে করোনা পজেটিভ এসেছে। আক্রান্তের হার ৩৮.৬৮%। এরমধ্যে ঝিনাইদহ সদরে ৪২, শৈলকুপায় ১১, হরিণাকুণ্ডুতে ৯, কালীগঞ্জে ২৮, কোটচাঁদপুরে ১৫ ও মহেশপুরে ৮ জন আক্রান্ত হয়েছেন।

কালীগঞ্জ ও কোটচাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উপসর্গ নিয়ে ৪ জন ও মহেশপুরে ২ জন মারা গেছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৪,৭০৪ জনে। বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছে ১১৯ জন।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।