টিসিবির পণ্য জব্দ, ডিলারসহ আটক ১১
logo
ঢাকা, শুক্রবার, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

টিসিবির পণ্য জব্দ, ডিলারসহ আটক ১১

নিজস্ব প্রতিবেদক
মার্চ ২২, ২০২২ ৫:৫০ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম নগরীর সিমেন্ট ক্রসিং এলাকায় একটি ডিলারের গুদামে অভিযান চালিয়ে টিসিবির বিপুল পরিমাণ পণ্য জব্দ করেছে র‍্যাব। এ ঘটনায় ডিলার রাশেদসহ ১১ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২২ মার্চ) সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত টিসিবির ডিলার মো. রাশেদের গুদামে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। এসময় মজুদ করে রাখা ২ হাজার লিটার সয়াবিন তেল, ৫০০ কেজি চিনি এবং ৫০০ কেজি ডাল জব্দ করা হয়েছে।

র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গুদামে অভিযান চালিয়ে এসব ডাল, চিনি, তেল পেয়েছি। কেনো গুদামে রাখা হয়েছিলো তার খোঁজখবর নেয়া হচ্ছে। ডিলার রাশেদসহ ১১ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি।

র‍্যাব জোনের অধিনায়ক ইউসুফ বলেন, একই ‍গুদাম থেকে বিপুল পরিমাণ চালও জব্দ করা হয়েছে। সেগুলো টিসিবি থেকে বরাদ্দ করা চাল কি-না খতিয়ে দেখা হচ্ছে।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি রাশেদ এসব পণ্য নিয়ে আরেকজনের কাছে বিক্রি করতেন। এছাড়া টিসিবির দুই লিটারের সয়াবিন তেলের বোতল খুলে খোলা বাজারে বিক্রি করা হতো।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।