ডেনমার্কের রাজকুমারী এখন শ্যামনগরে
logo
ঢাকা, শুক্রবার, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ডেনমার্কের রাজকুমারী এখন শ্যামনগরে

সাতক্ষীরা প্রতিনিধি
এপ্রিল ২৭, ২০২২ ১২:৪১ অপরাহ্ণ
Link Copied!

ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ এলাকায় এসেছেন।

বুধবার (২৭ এপ্রিল) সকাল ১০টা ১২ মিনিটের দিকে মুন্সিগঞ্জ এলাকার ধানখালীতে নির্মিত হ্যালিপ্যাডে বিমানবাহিনীর একটি হ্যালিকপ্টারে তিনি অবতরণ করেন।

সেখান থেকে তিনি গাড়ীযোগে মুন্সিগঞ্জ থেকে তিন কিলোমিটার দূরে শ্যামনগরের কুলতী গ্রামে যাবেন। পরে ১৫ থেকে ২০ মিনিট ওই জনপদে পায়ে হাটবেন এবং জলবায়ু ঝুকিপূর্ণ জনগোষ্ঠির এলাকা ঘুরে দেখবেন। জলবায়ু ঝুকিপূর্ণ জনগোষ্ঠির বসবাস এলাকায় অবস্থিত সাইক্লোন সেন্টার ও বেড়িবাঁধও পরিদর্শন করবেন রাজকুমারী।

ডেনমার্কের রাজকুমারী

ডেনমার্কের রাজকুমারীর ফাইল ছবি

 

 

 

 

 

 

 

 

 

এসময় তিনি বাঁধের পাশে বসবাসকারি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত লোকজনের সাথে কথা বলবেন। দুপুরে তিনি স্থানীয় বরসা রির্সোটে মধ্যহ্নভোজ করবেন। এছাড়া তিনি সুন্দরবন ভ্রমণ করবেন এবং বনবিভাগের লোকজনের সাথেও কথা বলবেন।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।