তালতলীতে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত
logo
ঢাকা, মঙ্গলবার, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

তালতলীতে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

তালতলী (বরগুনা) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

‘স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনা তালতলী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ব্যবস্থাপনায় প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রাণী সম্পদ অফিস সংলগ্ন মাঠে শুরু হওয়া এ প্রদর্শনী দিনব্যাপী চলে।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.সাদেকুর রহমানের সঞ্চালনায়, উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুম্পার সভাপতিত্বে প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রেজবি-উল কবির।

এ সময় প্রদর্শনীতে ৩০টি স্টলে বিভিন্ন জাতের গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি ও বিভিন্ন জাতের পাখি প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.সাদেকুর রহমান বলেন, এই এলাকার মানুষ যাতে উন্নত জাতের গরু-ছাগল, হাঁস-মুরগি আরো বেশি লালন-পালন করতে পারে এই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এবং জনগণকে এ কাজে সহযোগিতা দিয়ে আসছি। তিনি আশা করেন, প্রাণিসম্পদের এই প্রদর্শনী পশুপালনে জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলবে।

এরপর সমাপনী অনুষ্ঠানে খামারিদের মাঝে পুরষ্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুম্পা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজবি উল কবির।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।